সোমবার শুরু হয়ে গেল ৫৪তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (IFFI)-এর। আর উদ্বোধনী অনুষ্ঠান হলো জাঁকজমকে। গোয়ার (Goa) শ্যামাপ্রসাদ মুখার্জি স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান হয়। উদ্বোধন করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য বিশেষ স্বীকৃতি পুরস্কার দেওয়া হয় মাধুরী দীক্ষিতকে।
আরও পড়ুন: সলমন খানকে হুমকি দিলেন কেআরকে
এবছর ব্রিটিশ ফিল্ম ‘ক্যাচিং ডাস্ট’-এর স্ক্রিনিংয়ের মাধ্যমে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া। ইফি সূত্রে খবর, এবছর ‘আন্তর্জাতিক বিভাগে’ ১৯৮টি সিনেমা থাকছে,যা ৫৩তম ‘ইফি -এর চেয়ে ১৮টি বেশি। থাকছে, ১৩টি ওয়ার্ল্ড প্রিমিয়ার, ১৮টি আন্তর্জাতিক প্রিমিয়ার, ৬২টি এশিয়া প্রিমিয়ার এবং ৮৯টি ইন্ডিয়ান প্রিমিয়ার। ‘ইন্ডিয়ান প্যানোরামা’ বিভাগে ভারত থেকে ২৫টি ফিচার ফিল্ম এবং ২০টি নন-ফিচার ফিল্ম দেখানো হবে।
দেখুন আরও খবর: