বলিউডে এবার আসতে চলেছে আনকোরা জুটি। জুটি বাঁধছেন ইশান খট্টর আর ম্রুনাল ঠাকুর। তাঁদের নতুন ছবির নাম ‘পিপ্পা’। ছবির গল্প এগোবে ১৯৭১ সালের ভারত -পাক যুদ্ধকে কেন্দ্র করে।
‘পিপ্পা’-তে ব্রিগেডিয়ার বলরাম সিং মেহতার চরিত্রে দেখা যাবে ইশানকে। বলরাম সিং মেহতার লেখা বইয়ের ওপর নির্ভর করেই তৈরি হচ্ছে ছবি। বুধবারই শুরু হল ‘পিপ্পা’-র শ্যুটিং। অমৃতসরের বিভিন্ন লোকেশনে হবে শ্যুটিং। ছবিতে ইশানের বিপরীতে দেখা যাবে ম্রুনাল ঠাকুরকে, থাকছেন সোনি রাজদানও।থাকছেন প্রিয়াংশু পেনিউলি। ছবির ফার্স্ট লুক পোস্টার শেয়ার করেছেন ‘পিপ্পা’-র কলাকুশলী সকলেই। ভারত- পাক যুদ্ধের পরিপ্রেক্ষিতে তৈরি ছবিতে কাজ করা নিয়ে রীতিমতো এক্সাইটেড হয়ে আছেন সকলেই।
আরও পড়ুন : ফের একসঙ্গে বিশাল ভরদ্বাজ-তব্বু
১৯৭১ সালের ইন্দো- পাক যুদ্ধের সময়ে ইস্ট্রার্ন ফ্রন্টের স্কোয়াড্রন লিডার ছিলেন ব্রিগেডিয়ার বলরাম সিং। শ্যুটিং শুরুর দিন ব্রিগেডিয়ার বলরাম সিং-কে আমন্ত্রণ জানিয়েছিল টিম ‘পিপ্পা’। তাঁর উপস্থিতিতেই শুরু হয়েছে শ্যুটিং।
ছবির পরিচালক রাজা কৃষ্ণ মেনন। এমন একটা প্রোজেক্টের সঙ্গে যুক্ত হতে পেরে দারুন খুশি তিনি। পুরোদমে শ্যুটিং শুরু করার জন্য আর অপেক্ষা করতে পারছেন না রাজা কৃষ্ণ। পর্দায় ইন্দো- পাক যুদ্ধ ফুটিয়ে তুলতে একটুও সময় নষ্ট করতে চাইছেন না পরিচালক। ‘পিপ্পা’-র কলাকুশলীদের নিয়েও এক্সাইটেড তিনি। ছবির গানে সুর করছেন এ আর রহমান।
আরও পড়ুন : অজয়- ভিকির বন্য চ্যালেঞ্জ