মুম্বই: গত ১৮ জুলাই, বৃহস্পতিবার শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)। খাবারে বিষক্রিয়ার জেরেই তিনি বেজায় অসুস্থ হয়ে পড়েছিলেন বলেই জানা গিয়েছিল। এবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে এলেন অভিনেত্রী। জাহ্নবীর বাবা বনি কাপুর জনপ্রিয় এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ২০ জুলাই সকালেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে জাহ্নবী। এখন অনেকটাই সুস্থ আছেন অভিনেত্রী।
আরও পড়ুন: একরত্তির সঙ্গে প্রথম ছবি শেয়ার করলেন রিচা, দেখুন
জাহ্নবীর ঘনিষ্ঠ সূত্রে খবর, আম্বানিদের বিয়ের অনুষ্ঠান শেষ হতেই অসুস্থ হয়ে পড়েন জাহ্নবী। ক’দিন ধরেই অভিনেত্রীর শরীর খুব দুর্বল ছিল এবং গত বুধবার শারীরিক পরিস্থিতি এতটাই খারাপ হয় যে, শেষমেশ পরিবারের তরফে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। দিন দুয়েক হাসপাতালে থাকার পর শনিবার সকালেই ছাড়া পেয়েছেন জাহ্নবী। আপাতত আগামী কয়েকদিন চিকিৎসকদের পরামর্শ মেনে বাড়িতেই থাকবেন অভিনেত্রী।
দেখুন বিনোদনের আরও খবর