মুম্বই: আজ জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে বসেছে চাঁদের হাট। রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানির (Mukesh Ambani) পুত্র অনন্ত আম্বানির (Anant Ambani) সঙ্গে রাধিকা মার্চেন্ট (Radhika Merchant)-এর বিয়ের অনুষ্ঠানে দেশ-বিদেশ থেকে এসেছেন খ্যাতনামা সব তারকারা।
শুক্রবার সকাল থেকেই আম্বানিদের অনুষ্ঠানে উপস্থিত আছেন শাহরুখ খান, সলমন খান, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, রণবীর-আলিয়া, অমিতাভ বচ্চন, আমির খান, জাহ্নবী কাপুর, হানি সিং, অনন্যা পাণ্ডে, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশলের মতো তারকারা। একদিকে যখন চারহাত এক হচ্ছে অনন্ত-রাধিকার, ঠিক সেই সময়ই আরও এক তারকা জুটির সম্পর্কে কার্যত সিলমোহর পড়ল।
আরও পড়ুন: অনন্ত-রাধিকার বিয়েতে চাঁদের হাট
বহু দিন ধরেই অভিনেত্রী জাহ্নবী কাপুরের (Janhvi Kapoor) সঙ্গে শিখর পাহাড়িয়ার (Shikhar Pahariya) সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে বি-টাউনে। অভিনেত্রী পরোক্ষ ভাবে একাধিক সময়ে শিখরকে নিয়ে কথা বলেছেন ঠিকই, একসঙ্গে তাঁদের দেখা গেছে একাধিক পার্টিতে, অনুষ্ঠানে, এমনকি মন্দিরে পুজো দিতে গিয়েও। কিন্তু সরাসরি কখনও তাঁদের ভালোবাসার সম্পর্ক নিয়ে কথা বলেননি। শুক্রবার সন্ধ্যায় অনন্ত-রাধিকার বিয়েতে সেই সম্পর্কেই যেন সিলমোহর পড়ল।
অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানে এসেই পাপারাৎজিদের লেন্সে ক্যামেরাবন্দি হলেন জাহ্নবী ও শিখর। একসঙ্গে পোজ দিয়ে ছবিও তুললেন। আর তাতেই স্পষ্ট হয়, গুঞ্জন নয়, সত্যিই সম্পর্কে রয়েছেন জাহ্নবী ও শিখর। এদিন পিচ রঙের সিকুইনড লেহঙ্গা ও হিরের গয়নাতে সেজে উঠেছিলেন জাহ্নবী। শিখরকে দেখা গেল জমকালো পাঞ্জাবি ও পাজামাতে।
View this post on Instagram
দেখুন বিনোদনের আরও খবর