মুম্বই: এয়ারপোর্টে ছবির জন্য চারপাশ থেকে ছেঁকে ধরল অনুরাগীরা, প্যারিস থেকে মুম্বই ফিরেই অস্বস্তিতে পড়লেন অভিনেত্রী জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)। ভাই অর্জুন কাপুরের জন্মদিনের আগেই প্যারিস থেকে মুম্বই ফিরেছেন জাহ্নবী। মুম্বই বিমানবন্দর থেকে বেরিয়ে গাড়ির দিকে যাওয়ার সময়েই সেলফি তোলার জন্য অভিনেত্রীকে ঝেঁকে ধরে অনুরাগীরা।
View this post on Instagram
ক্রমাগত একের পর এক ক্যামেরার জন্য পোজ দিতে থাকেন জাহ্নবী। সেই মুহূর্তে কোনও দেহরক্ষী না থাকায় অভিনেত্রীকে ঘিরে ধরে চারপাশে ভিড় জমে যায়। কয়েকজন আবার তাঁকে বার্থ ডে-র শুভেচ্ছাও জানাতে থাকে। জাহ্নবী তখন বলেন, এটা তাঁর জন্মদিন নয়। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে সেইসব ভিডিও। যেখানে অভিনেত্রীকে দেখেই বোঝা যাচ্ছে, হাসি মুখে অনুরাগীদের সেলফির আবদার মেটালেও, ভিড়ের চাপে বেশ অস্বস্তিতেই পড়েছেন জাহ্নবী।
View this post on Instagram
আরও পড়ুন: শিলাজিতকে বাহুডোরে আগলে স্বস্তিকা
উল্লেখ্য, জাহ্নবীকে এরপর ‘উলাজ’ ছবিতে দেখা যাবে। আগামী ২ আগস্ট মুক্তি পাবে ছবিটি। দেশাত্মবোধক থ্রিলার এই ছবিতে শ্রীদেবী কন্যার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে গুলশান দেবাইয়া, রোশন ম্যাথিউ, আদিল হুসেন, রাজেশ তাইলাং, মিয়াং চ্যাং, রাজেন্দ্র গুপ্তা এবং জিতেন্দ্র জোশীকে। সুধাংশু সারিয়া পরিচালিত ‘উলাজ’-এর চিত্রনাট্য লিখেছেন পারিজ শেখ এবং সারিয়া। ছবির কাহিনি আতিকা চৌহানের।
দেখুন বিনোদনের আরও খবর