কলকাতা: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের (Jaya Ahsan) আজ জন্মদিন। অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শকদের বারবার মুগ্ধ করেছেন। সোমবার জীবনের নতুন বছরে পা রাখলেন অভিনেত্রী। আর বিশেষ এই দিনেই ভিডিও শেয়ার করে অভিনেত্রী জানালেন কলঙ্কের কথা। কিন্তু কোন কলঙ্কের কথা বলতে চাইলেন তিনি।
আসলে অভিনেত্রীকে আগামীতে দেখা যাবে সৌকর্য ঘোষাল (Soukarya Ghosal) পরিচালিত ‘OCD’ ছবিতে। আসলে নিজের জন্মদিনে এই সিনেমারই ফার্স্টলুক টিজার সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী জয়া আহসান। আর তার ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “চাঁদের কলঙ্ক কি পরিষ্কার হয়? জীবনের কলঙ্ক? সমাজের কলঙ্ক? উত্তর নিয়ে আসছে #OCD এবার প্রাণপণে সরাবে জঞ্জাল!”
View this post on Instagram
আরও পড়ুন: মুক্তির চার দিনেই ৫০০ কোটির ক্লাবে ‘কল্কি’!
উল্লেখ্য, এর আগে সৌকর্য ঘোষাল পরিচালিত ‘ভূতপরী’ ছবিতে অভিনয় করেছিলেন জয়া। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুক্তি পেয়েছিল ছবিটি। সূত্রের খবর ‘ভূতপরী’-র মুক্তির আগে থেকেই নাকি ‘OCD’ তৈরির পরিকল্পনা শুরু হয়। ‘ওসিডি’ শব্দটি ‘অবসেসিভ কমপালসিভ ডিজঅর্ডারের’ শর্টফর্ম হিসেবে ব্যবহার করা হয়। এর সঙ্গে জয়া অভিনীত ছবির সঙ্গে সম্পর্ক কী সেটা ছবি মুক্তি পেলেই বোঝা যাবে। ছবিতে শ্বেতা চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। জয়ার পাশাপাশি ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অনসূয়া মজুমদার, কৌশিক সেন, অজলুর রহমান বাবুর মতো জনপ্রিয় অভিনেতাদের।
দেখুন বিনোদনের আরও খবর