কলকাতা: টলিউড ছবি ‘ডিয়ার মা'(Dear Ma) তে অভিনয় করেছেন জয়া এহসান(Jaya Ahshan)। দুই বাংলারই তিনি যথেষ্ট জনপ্রিয় অভিনেত্রী। পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীAnirudha Roy Choudhury) পরিচালিত এই ছবিতেই জয়াকে প্রথমবারের মত মায়ের চরিত্রের অভিনয় করতে দেখা যাবে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যেবেলা মুক্তি পেয়েছে এই ছবিটির ট্রেইলার। তিন মিনিট ৩০ সেকেন্ড ধরে এই ট্রেলারে উঠে এসেছে মা-মেয়ের সম্পর্কে টানাপোড়েন।
আরও পড়ুন: প্রিয়াঙ্কা চোপড়ার অ্যাকশন অবতার এবং দেশীয় প্রশংসার ঝলক
উল্লেখ্য জয়া এহসানের এই ছবি ট্রেইলার সোশ্যাল মিডিয়া ফেসবুকের শেয়ার করেছেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন(Amitabha Bachchan) অর্থাৎ বিগ-বি। আজ অর্থাৎ শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ বলিউড অভিনেতা ট্রেইলারটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘টনিডা(অনিরুদ্ধ রায় চৌধুরী) সবসময় শুভকামনা’।
অমিতাভের এই পোস্ট নজর কেড়েছে জয়া এহসানেরও। নিজের ফেসবুকে পোস্ট শেয়ার করে যা লিখেছেন, ‘হাসি দিয়ে শুক্রবার শুরু। অমিতাভ বচ্চন ডিয়ার মা ছবির ট্রেলার শেয়ার করেছেন। অমিতাভ স্যার আপনার আশীর্বাদ এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ’।
প্রসঙ্গত,এর আগে জয়া এহসান অভিনীত ‘দশম অবতার’ সিনেমার ট্রেলার শেয়ার করেছিলেন তিনি। এবার আরও একবার এই অভিনেত্রীর নতুন সিনেমা ‘ডিয়ার মা’-এর ট্রেলার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করলেন। এরপর ট্রেলারটির ইউটিউব লিংক নিজের ফেসবুক পেজে শেয়ার করতে দেখা যায় অমিতাভ বচ্চনকে, যা মুহূর্তেই নজর কাড়ে বাংলাদেশি দর্শকদের। এরপরই অনেকেই অভিনন্দন জানাতে থাকেন জয়া আহসানসহ ‘ডিয়ার মা’ টিমকে।
‘ডিয়ার মা’ মুক্তি পাবে আগামী ১৮ জুলাই। এর আগে ২৮ জুন ছবিটির টিজার প্রকাশ পেয়েছিল। আর ৩ জুলাই এসেছে ট্রেলার।