কলকাতা: ২০২২ সালে মুক্তি পেয়েছিল নীরজ পাণ্ডে পরিচালিত ‘খাকি: দ্য বিহার চ্যাপ্টার’ (Khakee: The Bihar Chapter)। এবার আসছে ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ (Khakee: The Bengal Chapter)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল এই সিরিজের শুটিংয়ের বেশ কিছু ঝলক।
অ্যাকশন মুডে দেখা গেল জিৎ (Jeet) এবং মিঠুনপুত্র মিমোকে (Mimoh Chakraborty)। আগেই জানা গিয়েছিল সিরিজে গুরত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে জিৎ এবং মিমোকে। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে পুলিশের পোশাকে নজর কাড়লেন দুজনেই।
আরও পড়ুন: গ্রামে শুটিং, নাজেহাল অক্ষয়ও! ‘Jolly LLB 3’-র গল্প বললেন খরাজ
উল্লেখ্য, নীরজ পাণ্ডের (Neeraj Pandey) ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ সিরিজে জিৎ-মিমোর সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, শ্রুতি দাসকে। কলকাতা, বাংলার বিভিন্ন জায়গা এবং মুম্বইয়ে ছবির অধিকাংশ দৃশ্যের শুটিং হবে বলেই জানা যাচ্ছে।
দেখুন বিনোদনের আরও খবর