মুম্বই: প্রকাশ্যে এল আলিয়া ভাটের (Alia Bhatt) বহু প্রতিক্ষীত ছবি জিগরা (Jigra Trailer)-র ট্রেলার। কখনও বুলেট ছুঁড়ছেন, কখনও আবার গাড়ি নিয়ে স্টান্ট করছেন, সুপার অ্যাকশন মুডে ধরা দিলেন অভিনেত্রী। ভাইয়ের রক্ষার্থে এক দিদি কতদূর যেতে পারে? কতটা রুদ্র মূর্তি ধারণ করতে পারে? সেই দুঃসাহসিক গল্পের ঝলকই দেখা গেল ‘জিগরা’-র ট্রেলারে। এবার পুজোয় সিনেপর্দায় এমনই রণং দেহী অবতারে দেখা যাবে রণবীর পত্নীকে।
ভাসান বালা (Vasan Bala) পরিচালিত এই ছবিতেই আলিয়ার ভাইয়ের চরিত্রে দেখা যাবে বেদাঙ্গ রায়নাকে। বি-টাউন সূত্রে খবর, এই ছবির একটি বড় অংশ জুড়ে রয়েছে বাস্কেটবল খেলার দৃশ্য এবং মারকাটারি অ্যাকশন সিকোয়েন্স। যেখানে দুর্ধর্ষ অবতারে দেখা যাবে আলিয়াকে। এইসব দৃশ্যে অভিনয়ের জন্য এবং চরিত্রটিকে নিঁখুতভাবে ফুটিয়ে তুলতে নামী বাস্কেটবল খেলোয়াড়দের থেকে দীর্ঘদিন প্রশিক্ষণ নিয়েছিলেন অভিনেত্রী। আগামী ১১ অক্টোবর দুর্গাপুজোর মরশুমে আসছে প্রেক্ষাগৃহে আসছে।
View this post on Instagram
আরও পড়ুন: ঘরেতে খুশির খবর, মা হলেন দীপিকা পাডুকোন
উল্লেখ্য, করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ দিয়ে অভিনয় জগতে পা রেখেছিলেন আলিয়া। তারপর ‘হাইওয়ে’ পেরিয়ে এক দশকের কেরিয়ারে একের পর এক ভিন্ন স্বাদের সিনেমায় অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন অভিনেত্রী। এবার করণ জোহর প্রযোজিত ‘জিগরা’ সিনেমায় আবারও মারকাটারি অবতারে ধরা দিতে চলেছেন আলিয়া। চলতি বছর দুর্গাপুজোর সময়ে মুক্তি পাবে এই ছবি।
দেখুন বিনোদনের আরও খবর