কলকাতা: বিগত কয়েকদিন ধরেই টলিপাড়ার অন্যতম হ্যাপি কাপল যিশু-নীলাঞ্জনার (Jisshu-Nilanjana) সম্পর্কের ভাঙন নিয়ে নানান আলোচনা চলছে টলিপাড়ায়। সোশাল মিডিয়া অ্যাকাউন্টের নামের পাশে যেখানে এতদিন জ্বলজ্বল করছিল ‘সেনগুপ্ত’ পদবী, সেটাই মুছে ফেলেছেন নীলাঞ্জনা। ডিলিট করেছেন যীশুর সঙ্গে একাধিক ছবিও। আর তারপর থেকেই তারকা দম্পতির সম্পর্ক ভাঙার গুঞ্জন শুরু হয়েছে। যদিও এই বিষয়ে প্রকাশ্যে যিশু বা নীলাঞ্জনা কেউই মুখ খোলেননি। এইসব আলোচনার মধ্যেই খবর এল, বিচ্ছেদের জল্পনা উড়িয়ে এক মঞ্চে পুরস্কৃত হতে চলেছেন যিশু-নীলাঞ্জনা।
আরও পড়ুন: টেলর সুইফটকে হারিয়ে নাম্বার ওয়ান অরিজিৎ!
টলিপাড়া সূত্রে খবর, শহরের এক পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হতে চলেছে তারকাদের সম্মান প্রদান অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে মিমি, শুভশ্রী, আবিরদের মতো টলিউডের প্রথম সারির তারকারা উপস্থিত থাকবেন। ওই অনুষ্ঠানেই নাকি পুরস্কার প্রাপকদের তালিকায় রয়েছেন যিশু ও নীলাঞ্জনা। দুটি আলাদা বিভাগে পুরস্কৃত পেতে চলেছেন তাঁরা। ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকের জন্য ‘ছোট পর্দার সেরা প্রযোজক’ হিসাবে পুরস্কৃত হতে চলেছেন নীলাঞ্জনা সেনগুপ্ত (Nilanjana Sengupta)। আর সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘দশম অবতার’ ছবির জন্য ‘সেরা খলনায়ক’-এর সম্মান পেতে চলেছেন অভিনেতা যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta)।
তারকাদের সম্মান প্রদানের এই অনুষ্ঠানটিতে কী একমঞ্চে দেখা যাবে যিশু ও নীলাঞ্জনাকে, তা নিয়েই নতুন করে জল্পনা শুরু হয়েছে। যিশু ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, এখন কলকাতায় নেই অভিনেতা। তাই তাঁর পুরস্কার নিতে আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে নীলাঞ্জনা নাকি পুরস্কার নিতে আসবেন অনুষ্ঠানে। এবার সমস্ত জল্পনা উড়িয়ে একমঞ্চে যিশু-নীলাঞ্জনাকে দেখা যাবে কী না সেকথা সময়ই বলবে।
দেখুন বিনোদনের আরও খবর