লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে এবার বসতে চলেছে কুমোরটুলির তৈরি কালী মূর্তি। প্রতিবছর বিদেশের মাটিতে মহাসমারোহে দুর্গাপুজো করে থাকে প্রবাসী বাঙালিরা। এবার নারীশক্তির ক্ষমতায়ন বিষয়ক এক প্রদর্শনীর মধ্যে দিয়ে পৃথিবীর তিন দেবী যাদের রুদ্র রূপ, যেমন গ্রিসের শিল্পের দেবী ‘এথেনা’, মিশরের যুদ্ধের দেবী ‘সেখমেত’ এর সঙ্গে হিন্দু দেবী ‘কালী’ মূর্তিরও উদ্বোধন হবে আগামী ১৭ মে। কালী মূর্তি তৈরি করেছেন কলকাতার কুমোরটুলির কৌশিক ঘোষ। লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে থাকবে এই মুহূর্তেগুলি। কাল কালী মূর্তির হাঁটু পর্যন্ত দুলছে মুণ্ডমালা। পায়ের নিচে শিবের অধিষ্ঠান। পিছনে রয়েছে সোনালী চালচিত্র। মূর্তিটির ওজন মোট ৩৫ কিলোগ্রাম। মূর্তিটি তৈরি করতে সময় লেগেছে দেড় মাস। প্রসঙ্গত, গত ৫৯ বছর ধরে ইউরোপে দুর্গাপুজো হয়ে আসছে ক্যামডেন শহরে। সম্ভবত এটিই ইংল্যান্ডের সবচেয়ে পুরনো দুর্গাপুজো। ব্রিটিশ মিউজিয়াম এই দেবীমূর্তি বসানোর উদ্যোগ নেয় এই পুজো উদ্যোক্তাদের সঙ্গে যৌথভাবে। ইতিমধ্যেই মূর্তি পৌঁছে গেছে ব্রিটিশ মিউজিয়ামে।
Html code here! Replace this with any non empty text and that's it.