অর্ক্য চট্টোপাধ্যায়, কলকাতা: রাতুল মুখোপাধ্যায় (Ratool Mukherjee) পরিচালিত ‘কালিয়াচক চ্যাপ্টার ১’ (Kaliachak Chapter 1) ছবির ট্রেলার ইতিমধ্যেই নেটমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ছবিটি দেখার জন্য অপেক্ষা করছেন অনেকেই। গত ১৪ জুন ছবিটি মুক্তির কথা ছিল। কিন্তু প্রযোজনা সংস্থার নিজস্ব কিছু কারণে পিছিয়ে যায় ছবি মুক্তির তারিখ। এবার জানা গেল ছবি মুক্তির নতুন তারিখ। অবশেষে সব বাধা-জট কাটিয়ে প্রেক্ষাগৃহে আসতে চলেছে ‘কালিয়াচক চ্যাপ্টার ১’। আগামী ২ অগাস্ট মুক্তি পেতে চলেছে রাতুল মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি।
আরও পড়ুন: কৌশানী এবার ‘ঝিমলি’, বড় চমক শিবু-নন্দিতার
সমস্ত বাধা কাটিয়ে প্রেক্ষাগৃহে আসছে ‘কালিয়াচক চ্যাপ্টার ১’। স্বাভাবিক ভাবেই নিজের ছবি নিয়ে এই মুহূর্তে ভীষণ এক্সসাইটেড পরিচালক রাতুল মুখোপাধ্যায়। কলকাতা টিভির সঙ্গে একান্ত কথোপথনে তিনি বলছেন, “ক্রাইম থ্রিলার নিয়ে সেইভাবে বাংলা ছবি হয় না। ‘কালিয়াচক চ্যাপ্টার ১’ একটি কল্পকাহিনী যেটা মানুষের আজকের দিনে দাঁড়িয়ে ভীষণ ভাবে প্রাসঙ্গিক মনে হবে। ওখানকার আঞ্চলিক ভাষা গোটা ছবিতে নানা জায়গাতে ব্যবহার করা হয়েছে, সেটা দর্শকদের খুব পছন্দ হবে।”
ছবি মুক্তির তারিখ বদল কি দর্শকমহলে প্রভাব ফেলবে? এই প্রসঙ্গে পরিচালক জানিয়েছেন, “দেখুন আমি নিয়তিতে ভীষণ ভাবে বিশ্বাস করি। আমার বিশ্বাস, ছবির ভালোর জন্যই হয়তো তারিখ পিছিয়েছে এবং তাতে ছবির ভালোই হবে।” তিনি আরও বলেছেন, “এই ছবির ইউএসপি হল অধিকাংশ নতুন মুখ যাদের নিয়ে কোনও জনমত তৈরি হয়নি এখনও। আর সেটাই এই ছবির গল্পের দুনিয়ায় দর্শকদের নতুন করে প্রবেশ করতে সাহায্য করবে।” ছবির গল্প, অভিনয়, সিনেমাটোগ্রাফি, মিউজিক- সবেতেই দর্শকরা নতুনত্বের ছোঁয়া পাবেন বলেই দৃঢ় বিশ্বাস রাতুল মুখোপাধ্যায়ের।
উল্লেখ্য, ‘সাঁই বাংলা ফিল্মস’ এবং নয়ন রাজের প্রযোজনায় বড়পর্দায় আসছে ‘কালিয়াচক চ্যাপ্টার ১’। রাতুলের পরিচালনায় এই ছবি কালিয়াচক নামক স্থানের একদল বাসিন্দার কাজকর্মের গল্প বলবে। ছবিতে নবাগত অসীম ও অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রের (Rupanjana Mitra) সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে পার্থসারথী, দেবপ্রসাদ হালদার, দেবপ্রতীম দাশগুপ্ত, প্রতীশ ঘোষকে। অতনু তানুজ ঘোষের চিত্রনাট্যে তৈরি হয়েছে ছবিটি।
দেখুন বিনোদনের আরও খবর