মুম্বই: রিলিজের মাত্র চার দিনের মধ্যেই ৫০০ কোটির গন্ডি ছুঁয়ে বক্সঅফিসে ঝড় তুলেছিল নাগ অশ্বিন (Nag Ashwin) পরিচালিত ফিউচারেস্টিক ছবি ‘কল্কি’ (Kalki 2898 AD)। রিলিজের প্রথম সপ্তাহের শেষে আয়ের নিরিখে সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছিল নাগ অশ্বিন পরিচালিত ফিউচারেস্টিক এই ছবি। আর এবার ১৫ দিনের মাথায় নয়া রেকর্ড তৈরি করল ‘কল্কি ২৮৯৮ এডি’।
প্রভাস (Prabhas), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং কমল হাসান অভিনীত এই ছবিটি মুক্তির ১৫ দিনে বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০০ কোটি টাকা আয় করেছে। কল্কি টিমের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় এই খবর দেওয়া হয়েছে। বাণিজ্য বিশ্লেষক রমেশ বালাও এক্স হ্যান্ডেলে এই খবরটি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: বিয়েতে ভাইকে বড় উপহার কঙ্গনার, দেখুন
উল্লেখ্য, ‘কল্কি’ তেলুগু, তামিল, মালয়ালম, কন্নড় এবং হিন্দি ভাষায় ২ডি এবং ৩ডি-তে মুক্তি পেয়েছে। ছবিতে প্রভাসকে ভৈরব নামে একটি চরিত্রে দেখা গেছে। দীপিকা এসইউ-এম৮০ ওরফে সুমতি নামে একটি গর্ভবতী নারীর ভূমিকায় অভিনয় করেছেন। অমিতাভ বচ্চন অশ্বত্থামার চরিত্রে এবং কমল হাসান প্রধান খলচরিত্র সুপ্রিম ইয়াসকিনের চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে কমান্ডার মানসের চরিত্রে দেখা গেছে টলি অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়।
দেখুন বিনোদনের আরও খবর