কলকাতা: অভিনেতা তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের (Kanchan Mullick) সঙ্গে বিয়ের পর প্রথম জন্মদিন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের (Sreemoyee Chattoraj)। স্ত্রী-কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে খোলা চিঠিতে ভালোবাসায় ভরালেন কাঞ্চন। সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্টে কাঞ্চন জানালেন, শ্রীময়ীই তাঁর জীবনটা গুছিয়ে দিয়েছেন। শ্রীময়ীর জন্যই নতুন করে তিনি বাঁচতে শিখেছেন।
শ্রীময়ীর সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে কাঞ্চন সোশ্যাল মিডিয়া পোস্টে লিখলেন, “শুভ জন্মদিন। ঈশ্বর তোর মনের সব ইচ্ছা পূরণ করুন। আমার জন্য তোর ত্যাগ আজীবন মনে রাখব। আমার জীবন গুছিয়ে দেওয়ার জন্য এবং আমাকে ভালবাসা দিয়ে আগলে রাখার জন্য আমি তোর কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। হ্যাঁ, আমি বলতে পারি, আমি তোর জন্য নতুন করে বাঁচতে শিখেছি এবং নতুন ভাবে জীবনে পথ চলা শুরু করেছি। এই ভাবেই সব সময় আমার পাশে থাকিস। আমি তোকে খুব খুব খুব ভালবাসি।”
View this post on Instagram
আরও পড়ুন: ‘দেবী চৌধুরানী’-র হাত ধরে ঐতিহাসিক মেলবন্ধন
বিয়ের পরে প্রথম জন্মদিনে শ্রীময়ীকে একটি হাতঘড়ি উপহার দিয়েছেন কাঞ্চন। রাত ১২টা বাজতেই মা-বাবা ও কাঞ্চনকে পাশে নিয়ে জন্মদিনের কেক কেটেছেন শ্রীময়ী। সেই মুহূর্ত ও উপহারের ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন কাঞ্চন পত্নী।

উল্লেখ্য, কাঞ্চন-শ্রীময়ীর (Kanchan-Sreemoyee) আলাপ দীর্ঘ দিনের। ‘বাবুসোনা’ ধারাবাহিকের সেট থেকেই তাঁদের ঘনিষ্ঠতা শুরু হয় বলেই জানা যায়। অভিনেতার প্রথম স্ত্রী ছিলেন অনিন্দিতা দাস। অভিনেত্রী অনিন্দিতার সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার পর কাঞ্চন বিয়ে করেন অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে। সম্পর্কে নানা তিক্ততার পর কাঞ্চন-পিঙ্কির বিবাহবিচ্ছেদ হয়। তারপর গত ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন্স ডের দিন শ্রীময়ী ও কাঞ্চন আইনত ভাবে বিয়ে করেন। মার্চে শাস্ত্ৰ মতে বিয়ে হয় তাঁদের।
দেখুন বিনোদনের আরও খবর