মুম্বই: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) এখন হিমাচলপ্রদেশের মান্ডির বিজেপি সাংসদ। নানান কাজে এখন ভীষণ ব্যস্ত তিনি। সেইসবের মধ্যেই ভাইয়ের বিয়েতে আনন্দে মেতে উঠলেন অভিনেত্রী। কঙ্গনার খুড়তুতো ভাই বরুণ সম্প্রতি হিমাচলপ্রদেশে বিয়ে করেছেন। বিয়ের অনুষ্ঠানের নানান মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কঙ্গনা।
আরও পড়ুন: করোনা আক্রান্ত অক্ষয় কুমার, যাচ্ছেন না অনন্ত-রাধিকার বিয়েতে
সেখানেই তাঁকে গোলাপি রঙের ট্র্যাডিশনাল পোশাকে দেখা গেল। পরিবারের সঙ্গে বরুণের গায়ে হলুদের অনুষ্ঠানে মেতে উঠতে দেখা গেল অভিনেত্রীকে। একটি ছবিতে কঙ্গনাকে হাতে মেহেন্দি লাগাতেও দেখা গেল। ভাগ্নের সঙ্গেও একটি ছবি শেয়ার করেছেন কঙ্গনা। জানা যাচ্ছে, কঙ্গনা তাঁর ভাইকে বিয়ের উপহার হিসেবে চণ্ডিগড়ে একটি বাড়ি উপহার দিয়েছেন।
দেখুন বিনোদনের আরও খবর