কলকাতা: বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের মাঠে মাস্টার ব্লাস্টার শচীন তেণ্ডুলকরের (Sachin Tendulkar) রেকর্ড ছুঁয়ে ফেলেছেন কিং কোহলি। ১১৭ রানের ঝোড়ো ইনিংসে সমালোচকদের বুঝিয়ে দিয়েছেন যে কিং ইজ ব্যাক। বিরাট কোহলির (Virat Kohli) মুকুটে নতুন পালক জোড়ায় শুভেচ্ছার বন্যা সোশাল মিডিয়ায়। এরপরই বিরাটকে ক্যারেক্টার সার্টিফিকেট দিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)।
ইনস্টা স্টোরিতে বিরাটের রেকর্ড গড়ার মুহূর্ত শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, “কী দুর্ধর্ষ! যাঁদের রেকর্ড ভেঙেছেন, তাঁদের প্রতিও যেভাবে সম্মান জানিয়েছেন মিস্টার কোহলি, সেটা দারুণ নজির গড়ল। যে মাটির উপর দিয়ে তিনি চলেন, তার পুজো করা উচিত। এটাই ওঁর প্রাপ্য। দারুণ চরিত্রের মানুষ।” কঙ্গনার মুখের বিরাট কোহলির এমন প্রশংসা শুনে শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়।
আরও পড়ুন: বিরাটের বায়োপিকে রণবীর কাপুর!
এদিকে, বিরাটের এই সাফল্যে আপ্লুত তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা। বিরাটকে ‘ঈশ্বরের বরপুত্র’ আখ্যা দিয়েছেন বলিউড অভিনেত্রী। বিরাটের একটি ছবি পোস্ট করে অনুষ্কা লেখেন, “ঈশ্বরই জীবনের শ্রেষ্ঠ চিত্রনাট্যকার। আমি কৃতজ্ঞ যে, তাঁর আশীর্বাদে আমি তোমার মতো এক জন মানুষের ভালবাসা পেয়েছি। সব বাধা পেরিয়ে তোমার এই জয়… এই সাফল্য অর্জন করা… সব ঝড়ের পরেও নিজের প্রতি সৎ থাকা ও এই খেলায় সবটা উজাড় করে দেওয়া… তুমি সত্যিই ‘ঈশ্বরের বরপুত্র’।”
দেখুন আরও অন্য খবর: