মুম্বই: ছ’টি কাপেলের ভালোবাসার গল্প নিয়ে আমাজন প্রাইম ভিডিয়ো (Amazon Prime Video)-তে আসছে করণ জোহর প্রযোজিত নতুন সিরিজ (OTT Series) লাভ স্টোরিয়ান (Love Storiyaan)। সমস্ত খারাপ, বিপদ, বিদ্বেষ, মনখারাপকে উপেক্ষা করে কী করে ভালোবেসে একসঙ্গে থাকা যায় সেটাই দেখানো হবে এই সিরিজে। সম্প্রতি মুক্তি পেয়েছে রোম্যান্টিসিজমে ভরপুর এই সিরিজের ট্রেলার (Love Storiyaan Trailer)।
ট্রেলারের শুরুতেই দেখা গেল করণ জোহর (Karan Johar) সিরিজের গল্পের কথা বলছেন। ভিডিওর শুরুতেই দেখা গেল, করণ বললেন সত্যিকারের ভালোবাসা কী সেটা এই গল্পগুলোর মাধ্যমে জেনে নিন। তারপরে দেখা গেল, ছ’টি কাপেলের আবেগ, রোম্যান্টিসিজমে ভরপুর ভালোবাসার গল্পের ঝলক। ট্রেলারটি করণ নিজেই তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন।
আরও পড়ুন: খুশির খবর দিলেন ইয়ামি-আদিত্য়
সোমেন মিশ্রর পরিকল্পনায় তৈরি হয়েছে এই সিরিজ। করণ জোহর, অপূর্ব মেহেতা এবং সোমেন মিশ্র মিলে এই ছবির প্রযোজনা করেছেন। এই সিরিজে ইন্ডিয়া লাভ প্রজেক্টে দেখানো গল্পগুলোকে দেখানো হবে বলেই জানা যাচ্ছে। আগামী ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে (Valentine’s Day)-তে মুক্তি পাচ্ছে সিরিজটি।
View this post on Instagram
আরও খবর দেখুন