দীর্ঘদিন অভিনয় জগৎ থেকে দূরে চলে গিয়েছিলাম এক সময়ের হার্টথ্রব বলিউড অভিনেত্রী করিশমা কাপুর। এবার আবার ‘ব্রাউন’ এর হাত ধরে অভিনয় জগতে ফিরলেন করিশমা। একদিকে কয়েকদিন আগে ছোট বোন করিনা কাপুর পরিচালক সুজয় ঘোষের ওয়েব মিল্ম ‘ডিভোশন’ এর কাজে কালিম্পং এসেছেন। করিনার সঙ্গে রয়েছে এই ট্রিপে খুদে জেহ। অন্যদিকে দিদি করিশমা রয়েছেন বজবজের বাওয়ালি রাজবাড়িতে ‘ব্রাউন’ এর শুটিং এ। এই ছবির শুটিংয়ের তিলোত্তমায় হাজির হয়েছেন বলিউড অভিনেত্রী। এই ছবিতে তাঁকে গোয়েন্দা চরিত্রে দেখা যাবে। করিশমা এর আগে বলেছিলেন যে এই চরিত্রটি বেশ জটিল। যে কোন অভিনেতার কাছেই এই ধরনের কাজ যথেষ্ট আকর্ষণীয় এবং চ্যালেঞ্জিং। এই ছবিতে বহুদিন পর পর্দায় দেখা যাবে হেলেনকেও। ‘ব্রাউন’ ছবিতে অভিনয় করার কথা রয়েছে টলিউডের খরাজ মুখোপাধ্যায় ও যিশু সেনগুপ্তরও। ছবিটি পরিচালনা করছেন অভিনয় দেও। অভিক বড়ুয়ার লেখা ‘সিটি অফ ডেথ’ অবলম্বনে এই ছবিটি তৈরি হচ্ছে। বাওয়ালির রাজবাড়ি তে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির শুটিং। জানা যাচ্ছে করিশমার কলকাতা সিডিউল বেশ লম্বা। শহরের আরো কিছু উল্লেখযোগ্য জায়গায় শুটিং করবেন করিশমা। এদিকে নেটদুনিয়ায় করিশমার দ্বিতীয়বার বিয়ে নিয়ে শুরু হয়েছে নানান গুঞ্জন। বালিপাড়ার অন্দরেও শুরু হয়েছে নানান প্রশ্ন। যদিও পুরো বিষয়টি নিয়ে করিশমা মুখে কুলুপ এঁটেছেন।
Html code here! Replace this with any non empty text and that's it.