মুম্বই: কয়েকদিন আগেই রুপোলি পর্দায় ভারতের প্রথম প্যারালিম্পিক সোনার পদকজয়ী মুরলীকান্ত পেটকরের ভূমিকায় দেখা গিয়েছে কার্তিক আরিয়ান (Kartik Aaryan)-কে। যদিও কবীর খান পরিচালিত, কার্তিক আরিয়ানের ‘চান্দু চ্যাম্পিয়ন’ বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি।
তবে সিনে বিশ্লেষকদের বিচারে এই ছবিতে প্রশংসিত হয়েছিলেন কার্তিক। আগামীতে তাঁকে দেখা যাবে ‘ভুলভুলাইয়া ৩’-তে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই ছবির টিজার। এমনই আবহে হঠাৎ করেই মুম্বইয়ের জুহুতে থাকা তাঁর বাড়ি ভাড়া দিয়ে দিলেন অভিনেতা। এই খবর সামনে আসার পরেই অনুরাগীমহলে প্রশ্ন উঠেছে তবে কি আর্থিক সমস্যায় পড়েছেন কার্তিক?
আরও পড়ুন: বিচার চাইলেন কিঞ্জল, মাধ্যম হল নতুন সিরিজ
কার্তিক অনুরাগীদের এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই বলিউড সূত্র থেকে জানা গেল, ২০২৩ সালে মুম্বইয়ের জুহুতে যে সম্পত্তি কিনেছিলেন কার্তিক সেই সম্পত্তিকেই সম্প্রতি ভাড়াতে দিয়েছেন তিনি। প্রতিমাসে যার ভাড়া ৪.৫ লক্ষ টাকা। জানা যাচ্ছে, রিয়াল এস্টেটের বাজারের ওঠা-নামার জন্যই এমনটা করেছেন কার্তিক। কার্তিকের এই সম্পত্তির মোট দাম ১৭.৫ কোটি টাকা।
দেখুন বিনোদনের আরও খবর