মুম্বই: ১৯ জুলাই বড়পর্দায় মুক্তি পেয়েছে আনন্দ তিওয়ারি (Anand Tiwari) পরিচালিত, ভিকি কৌশল (Vicky Kaushal) ও তৃপ্তি দিমরি (Tripti Dimri) অভিনীত ‘গুড নিউজ’ ছবির সিক্যুয়েল ‘ব্যাড নিউজ’ ব্যাড নিউজ (Bad Newz)। ছবির ট্রেলার ও গান-এ ভিকি-তৃপ্তির রসায়ন নজর কেড়েছে নেটিজেনদের।এবার ছবিটি দেখে রিভিউ লিখে ফেললেন ভিকি ঘরণী ক্যাটরিনা (Katrina Kaif)।
আরও পড়ুন: কৌশানী এবার ‘ঝিমলি’, বড় চমক শিবু-নন্দিতার
বরের প্রশংসা করে ইনস্টাগ্রাম স্টোরিতে ছবির একটি পোস্টার শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ভীষণ মজা লাগল দেখে। পঞ্জাবি ছেলেদের সঙ্গে রোমান্স যেন এক আলাদা মাত্রা পেল। দারুণ রসায়ন এবং টাইমিং। ভিকিকে ভালোবাসায় ভরিয়ে ক্যাট বলেছেন, তুমি বারবার আমায় মুগ্ধ করেছ। বড়পর্দায় তোমায় দেখার মজাই আলাদা। অন্যদিকে তৃপ্তি দিমরির প্রশংসায় লাভ ইমোজি পোস্ট করেছেন অভিনেত্রী।
দেখুন বিনোদনের আরও খবর