‘কিল বিল'(Kill Bill) খ্যাত হলিউড তারকা অভিনেতা মাইকেল ম্যাডসেন(Michael Madsen ) মারা গেলেন। বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে লস এঞ্জেলেসের মালিবুর বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর। তাঁর বোন ভার্জিনিয়া গণমাধ্যমে একটি বিবৃতির মাধ্যমে এই খবর জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমার ভাই মাইকেল মঞ্চ ছেড়ে চলে গেছেন। সে ছিল বজ্র এবং মকমলের মত। দুষ্টুমি-কোমলতায় মোড়ানো। একজন কবি,একজন বাবা, একজন ছেলে এবং একজন ভাই’। বিবৃতির শেষাংশে ভার্জিনিয়া লিখেছেন, ‘আমি তার যোগ হাসির শব্দ মিস করব, আমি সেই ছেলেটিকে মিস করবো যে কিংবদন্তি ছিল, আমি আমার বড় ভাইকে মিস করবো’।
শুধু ‘কিল বিল’ চলচ্চিত্র নয়; ‘রিজার্ভোয়ার ডগস’ (১৯৯২) ছবিতেও (Reservoir Dogs)অবিস্মরণীয় ভূমিকার জন্য তিনি জনপ্রিয় হয়েছিলেন।
প্রসঙ্গত,তিনি তার দীর্ঘ কেরিয়ারে ৩০০ টিরও বেশি ছবিতে অভিনয় করেছিলেন। অভিনয়ের বাইরেও মাইকেল ম্যাডসেন একজন স্বীকৃত কবি ছিলেন, যার রচনায় ছিল ‘বার্নিং ইন প্যারাডাইস'(Burning in Paradise) এবং ‘এক্সপেক্টিং রেইন'(Expecting Rain)। তার শেষ কাব্যগ্রন্থ ‘টিয়ার্স ফর মাই ফাদার’ সম্পাদনার কাজ চলছিল। সেই বই প্রকাশের আগেই সবার চোখে জল ঝরিয়ে অভিনেতা মাইকেল ম্যাডসেন চলে গেলেন তারাদের দেশে।