অর্ক্য চট্টোপাধ্যায়, কলকাতা: কলকাতা তথা ভারতীয় উপমহাদেশের চলচ্চিত্র জগতের জনক হীরালাল সেনের জীবনের কাহিনি নিয়ে তৈরি অরুণ রায় পরিচালিত ছবি ‘হীরালাল’-এ নাম ভূমিকায় অভিনয় করে সকলকে মুগ্ধ করেছিলেন অভিনেতা কিঞ্জল নন্দ (Kinjal Nanda)। এবার তাঁকে দেখা যাবে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ভূমিকায়। কাজী নজরুল ইসলামের গোটা জীবনই সিনেমার পর্দায় তুলে ধরবেন পরিচালক আব্দুল আলিম (Abdul Alim)। ছবির চিত্রনাট্য সাজিয়েছেন টলিপাড়ার জনপ্রিয় চিত্রনাট্যকার সৌগত বসু।
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ভূমিকায় অভিনয় ঠিক কতটা চ্যালেঞ্জিং? এই চরিত্রের জন্য কীভাবে নিজেকে প্রুস্তুত করছেন অভিনেতা কিঞ্জল নন্দ? এই সমস্ত বিষয়ে সরাসরি কথা বললাম অভিনেতার সঙ্গেই। কিঞ্জল জানিয়েছেন, “এই প্রথমবার নজরুলের জীবনের উপর নির্ভর করে ছবি তৈরি হচ্ছে। আমি দারুণ উচ্ছ্বসিত এই সুযোগ পেয়ে। চরিত্রটা ভীষণ চ্যালেঞ্জিং। আমি চিত্রনাট্য পড়ে দেখেছি। যাঁর লেখা পড়ে, কথা পড়ে বড় হয়েছি তাঁর চরিত্রে অভিনয় করব আমি, এটা ভেবেই অসাধারণ একটা অনুভূতি হচ্ছে।”
আরও পড়ুন: সামান্থার সঙ্গে জুটি বাঁধছেন শাহরুখ!
আমরা নজরুল সম্পর্কে যা যা জানি তার থেকে অনেক বেশি এই ছবিতে তুলে ধরা হবে। উঠে আসবে নানা ঐতিহাসিক চরিত্রের কথা। কাজী নজরুল ইসলামের ছোটবেলা থেকে শেষ জীবন পর্যন্ত সবটাই এই ছবিতে তুলে ধরা হবে বলেও উল্লেখ করেছেন তিনি। দেখুন কিঞ্জল নন্দর সঙ্গে কথোপথনের সম্পূর্ণ ভিডিও-