কলকাতা: আরজি কর কাণ্ড (RG Kar Incident) নিয়ে গান বাঁধতেই অরিজিৎ সিং (Arijit Singh)-কে নিশানা করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। এমনকি অরিজিৎ কেন কোনও হিন্দি বলয়ের ঘটনা নিয়ে কেন মুখ খোলেন না সেটা নিয়েও প্রশ্ন তুললেন তৃণমূল নেতা।
এক্স হান্ডেলে একটি পোস্ট করে কুণাল ঘোষ লিখেছেন, অরিজিৎ সিং অপূর্ব গায়ক। ছেলেটিও ভালো। তিলোত্তমার ন্যায়বিচার চেয়ে গানটি যথাযথ, সমর্থন করি। কিন্তু সমস্যা হল বিবেক জাগে শুধু বাংলায়। মহারাষ্ট্রের বদলাপুর নিয়ে হিন্দিতে গান হয় না বা সাক্ষী মালিকদের নিয়ে। কারণ ওটা মূল কর্মক্ষেত্র, হিন্দিজগত, কাজ, টাকা, কেরিয়ার, তাই চুপ? অরিজিৎ সিংকে প্রশ্ন ছুঁড়েছেন তৃণমূল নেতা। আর কুণাল ঘোষের এই পোস্ট নিয়েই নতুন করে শোরগোল শুরু হয়েছে নেটপাড়ায়।
আরও পড়ুন: ‘বহুরূপী’-র নয়া ঝলকে দুর্ধর্ষ আবির-শিবপ্রসাদ
পাশাপাশি, সোশ্যাল মিডিয়ায় আরও একটি পোস্টে টালিগঞ্জের কিছু শিল্পীকে পরোক্ষে সুবিধাবাদী বলেও নিশানা করেছেন কুণাল ঘোষ। তিনি লিখেছেন, “টলিগঞ্জের বাবু/বিবিরা, যাঁরা মমতাদির পাশে, দলে, মঞ্চে, ছবির ফ্রেমে থাকেন, তাঁরা নিজেদের ইমেজ গড়তে, পেশার সৌজন্য নিয়ে ব্যস্ত। দিদির পাশে ছবি দিয়ে গুরুত্ব বাড়ান, কিন্তু মমতাদির বায়োপিক বা তৃণমূলের পক্ষে বার্তা যেতে পারে, এমন কোনও সিনেমার কথা তাঁরা ভাবেন না।” সোশ্যাল মিডিয়া পোস্টে তৃণমূল নেতা আরও বলেছেন, “মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির বহু পরিচালক, প্রযোজক, অভিনেতা এমন কিছু রাজনৈতিক ছবি করেন যা সমাজে বিজেপির পক্ষে ন্যারেটিভ তৈরি করে। এবার তো বাংলা নিয়েও কুৎসার ঝুলি আসছে।”
সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে কুণাল ঘোষ সনোজকুমার মিশ্র পরিচালিত ছবি ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’-কে নিশানা করেছেন বলেই মনে করা হচ্ছে। ছবিটির মুক্তি আটকাতে হাইকোর্টে মামলাও হয়েছিল। কিন্তু আদালত ছবিমুক্তিতে হস্তক্ষেপ করেনি। যদিও পোস্টে ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ ছবিটির নাম করেননি কুণাল। তবে তা নিয়েই যে বার্তা দিয়েছেন, বুঝতে অসুবিধা হয় না। তিনি আরও বলেছেন, ‘‘বাংলাকে কুৎসিত আক্রমণ করে ছবি আসছে, দেশে-বিদেশে বাংলার ভাবমূর্তি খারাপ করার চক্রান্ত চলছে, টালিগঞ্জের কলাকুশলীরা কি তা জানেন না? অথচ এঁরা তার পাল্টা কিছু করবেন না, করতে চাইবেন না। এঁরা দলের বোঝা।’’ এই এঁরা বলতে কাদের কথা বলতে চেয়েছেন তৃণমূল নেতা, সেই নিয়ে প্রশ্ন উঠেছে।
দেখুন বিনোদনের আরও খবর