কলকাতা: টলিপাড়ার পরিচালকদের সংগঠন ‘ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়া’-র তরফে থেকে কয়েকদিন আগে টলিপাড়ার জনপ্রিয় পরিচালক রাহুল মুখোপাধ্যায় (Rahool Mukherjee)-কে আগামী তিন মাস বরখাস্ত করা হয়েছে। তিনি নাকি সংগঠনের নিয়ম ভেঙে বাংলাদেশে গিয়ে ওই দেশের জনপ্রিয় এক ওটিটি প্ল্যাটফর্মের জন্য একটি ছবির শুটিং করেছেন। ফেডারেশনের এই ঘোষণার পর থেকেই তোলপাড় টলিউড। নানান মহলে নানান আলোচনা চলছে। এবার এই প্রসঙ্গেই নিজের মতামত জানিয়ে বিস্ফোরক দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)।
সোশ্যাল মিডিয়া পোস্টে কুণাল ঘোষ লিখেছেন, “পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ঘোষণায় ভুল থাকলেও শাস্তি সমর্থন করি না। আলোচনা হতে পারত। ফেডারেশনের কিছু কাজ টলিউডের ক্ষতি করছে। প্রযোজক, পরিচালকরা বিরক্ত হচ্ছেন। কাজের পরিবেশ নষ্ট হচ্ছে। আজ কেউ মুখ খুলছে না, কিন্তু ভবিষ্যতের জন্য তোলা থাকছে। আরও কাজ আসার ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছে।”

কুণাল ঘোষের এই পোস্টার পরেই ফেডারেশনের কারা তাঁর নিশানায় আছে সেটা বুঝতে অসুবিধা হয়নি ওয়াকিবহাল মহলের। রাজ্যের প্রভাবশালী মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস ফেডারেশনের অন্যতম মাথা। অনেকের মতে, কুণাল তাঁর দিকেই ইঙ্গিত করতে চেয়েছেন।
আরও পড়ুন: ইন্ড্রাস্ট্রির বড় ক্ষতি, গর্জে উঠলেন তথাগত, রাহুলের পাশে রাজ, রাতুল, বুম্বা দা
উল্লেখ্য, কুণালের গল্প অবলম্বনেই বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’-তে একটি ওয়েব সিরিজ় তৈরি হচ্ছে। ঘটনাচক্রে, সেটি পরিচালনা করছেন রাহুল। সিরিজের নাম ‘লহু’। যেখানে মাওবাদী নেত্রীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সোহিনী সরকার। সেই সিরিজের শুটিং হওয়ার কথা ছিল এপার বাংলাতেই। কিন্তু যেহেতু বাংলাদেশের ওটিটি, তাই পশ্চিমবঙ্গে শুটিংয়ের খরচ বেশ খানিকটা বেড়েছিল।
যেহেতু ওটিটি সিরিজটি বাংলাদেশের, তাই পশ্চিমবঙ্গে শুটিং করার ক্ষেত্রে আন্তর্জাতিক দর চাওয়া হয়েছিল বলেও অভিযোগ উঠেছে। ফলত সেই বিপুল পরিমান অর্থ দিয়ে এপার বাংলায় শুটিংয়ের সামর্থ্যে কুলোয়নি বাংলাদেশের ওটিটি গোষ্ঠীর। অভিযোগ, এরপর ফেডারেশনকে না জানিয়ে রাহুল গিয়ে গোটা ছবির শুটিং করে এসেছেন বাংলাদেশেই। তা প্রকাশ্যে আসার পরেই রাহুলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ফেডারেশন তাঁকে তিনমাসের জন্য কর্মবিরতির ঘোষণা করেছে।
দেখুন বিনোদনের আরও খবর