কলকাতা: আরজি কর কাণ্ড (RG Kar Incident) নিয়ে ‘আর কবে’ গান বাঁধতেই অরিজিৎ সিং (Arijit Singh)-কে নিশানা করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। এমনকি অরিজিৎ কেন কোনও হিন্দি বলয়ের ঘটনা নিয়ে কেন মুখ খোলেন না সেটা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তৃণমূল নেতা। এবার অরিজিৎ-এর ‘আর কবে’ গানের প্যারোডি শোনা গেল কুণালের কণ্ঠে। শুরুতেই কুণাল বলেন, ‘আমি গায়ক নই, লেখালেখি করি। কিছু গানের কথা লিখেছিলাম। দু-একজন গেয়েছিলেন। চলতি পরিস্থিতিতে একটা চেষ্টা করলাম। পেশাদার গায়কদের মতো গুণগত মান বিচার করতে যাবেন না, আমি গায়ক নই।’
এরপর গানে গানে কুণাল বলেন, ‘আর কবে আর কবে, চোখ খুলে গান কবে? আর কবে রং না বেছে, দল না বেছে গান হবে? আর কবে আর কবে আর কবে?? হিন্দিতেও প্রতিবাদী গান হবে?’ গানে গানে প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতা, ‘আমরা-ওরা ভুলে কবে মিছিল হবে’। গানে গানে তৃণমূলের কুণালের বার্তা, ‘এই দাবানল ছড়িয়ে পড়ুক স্লোগান ভরা মিছিল চাই, ঘড়ির সময় যাচ্ছে চলে বিচার দাও সিবিআই’। কাকতালীয়ভাবে কুণালের গান প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার হন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।
দেখুন
আরও পড়ুন: মাতৃত্বকালীন ফোটোশুটে সাহসী দীপিকা, স্ত্রীকে সোহাগে ভরালেন রণবীর
উল্লেখ্য, কয়েকদিন আগেই এক্স হান্ডেলে একটি পোস্ট করে কুণাল ঘোষ লিখেছিলেন, অরিজিৎ সিং অপূর্ব গায়ক। ছেলেটিও ভালো। তিলোত্তমার ন্যায়বিচার চেয়ে গানটি যথাযথ, সমর্থন করি। কিন্তু সমস্যা হল বিবেক জাগে শুধু বাংলায়। মহারাষ্ট্রের বদলাপুর নিয়ে হিন্দিতে গান হয় না বা সাক্ষী মালিকদের নিয়ে। কারণ ওটা মূল কর্মক্ষেত্র, হিন্দিজগত, কাজ, টাকা, কেরিয়ার, তাই চুপ? অরিজিৎ সিংকে প্রশ্ন ছোঁড়েন তৃণমূল নেতা। আর কুণাল ঘোষের এই পোস্ট নিয়েই শোরগোল পড়ে নেটপাড়ায়। আর এবার ‘আর কবে’ গানের প্যারোডির মধ্য দিয়ে কুণাল রাজনৈতিক বার্তা দিয়ে সিবিআই-কে কাঠগড়ায় তোলার পাশাপাশি অরিজিৎকেও আবারও নিশানা করেছেন বলেই মনে করছে বিশ্লেষকরা।
দেখুন বিনোদনের আরও খবর