কলকাতা: স্বামী শ্রীরাম নেনেকে সঙ্গে নিয়ে কলকাতায় পা রাখলেন বলিউড ডিভা মাধুরী দীক্ষিত (Madhuri Dixit)। সাদা রঙের জামা, ট্রাউজারের সঙ্গে লাল রঙের কোট ও এক কাঁধ খোলা চুল আর চোখে সানগ্লাসে কলকাতা বিমানবন্দরে নজর কাড়লেন মাধুরী। অন্যদিকে, স্বামী শ্রীরাম নেনের পরনে কালো টিশার্ট ও নীল জিনস। বিমানবন্দরে নামতেই পাপারাজ্জিদের ক্যামেরায় হাসি মুখে পোজ দেন বলিউডের ধক ধক গার্ল।
বহুদিন পর কলকাতায় এলেন মাধুরী। একাধিক সাক্ষাৎকারে একাধিকবার অভিনেত্রী জানিয়েছেন, কলকাতা তাঁর ভীষণ প্রিয় শহর। সোমবারও কলকাতায় পা রেখে পাপারাজ্জিদের মুখোমুখি হয়ে একই কথা শোনা গেল অভিনেত্রীর মুখে। সূত্রের খবর, জনপ্রিয় এক ব্র্য়ান্ডের প্রচারের কাজে ও কিছু বিজ্ঞাপনী ভিডিওর কাজেই তিলোত্তমায় এসেছেন মাধুরী।
View this post on Instagram
আরও পড়ুন: সামান্থার সঙ্গে জুটি বাঁধছেন শাহরুখ!
উল্লেখ্য, কয়েকদিন আগেই কার্তিক আরিয়ান ও তৃপ্তি দিমরির সঙ্গে ‘ভুলভুলাইয়া ৩’ ছবির শুটিং শেষ করেছেন মাধুরী। এই মুহূর্তে অভিনেত্রীর হাতে রয়েছে অনেকগুলো সিরিজ ও সিনেমার কাজ। তারই মাঝে নিয়মিত জনপ্রিয় এক রিয়ালিটি শোয়ের মঞ্চে বিচারক হিসাবে দেখা যায় তাঁকে। সব মিলিয়ে মাধুরী এখন তাঁর কর্মজীবন নিয়ে দারুণ ব্যস্ত।
দেখুন বিনোদনের আরও খবর