কলকাতা: তেলুগু অভিনেতা বিজয় দেবেরাকোন্ডাকে (Vijay Deverakonda) নিয়ে এক মন্তব্য করেছিলেন অভিনেত্রী মালবিকা ব্যানার্জি (Mallobika Banerjii)। তিনি ভাবতেই পারেননি, সেই মন্তব্য এত বড় বিতর্ক সৃষ্টি করবে। সেই ঘটনায় ক্ষমাও চেয়ে নিয়েছিলেন মালবিকা। এতদিন পর ফের নিজের অবস্থান স্পষ্ট করলেন বাঙালি অভিনেত্রী।
মালবিকা বলেন, “যদিও ওই ঘটনার অনেকদিন হয়ে গিয়েছে। আমি তাও নিজের অবস্থান স্পষ্ট করতে চাই, কারণ আমার চারপাশের মানুষ এখনও ভুল ব্যাখা করে। আমি যা বলেছি তা ইচ্ছাকৃত ছিল না, আমার শব্দ এবং বলার ভঙ্গিমার ভুল ব্যাখ্যা হয়েছে। আমি কাউকে আঘাত দিতে চাই না। শিল্পী হিসেবে পছন্দের যে সমস্ত ক্ষেত্রে কাজ করতে চাই।”
আরও পড়ুন: ইন্দিরা জামানার ‘অন্ধকার ইতিহাস’, পর্দায় বড় চমক কঙ্গনার!
কয়েক বছর আগে ‘নি ভেনাকালে নাদিচি’ নামে এক মিউজিক ভিডিওয় একসঙ্গে কাজ করেন বিজয় এবং মালবিকা। সেই প্রজেক্ট নিয়ে আলোচনায় সম্প্রতি হালকা মেজাজে মালবিকা বলেন, বিজয় খুব একটা হিন্দি ভাষা নিয়ে আগ্রহী নন। তিনি নাকি হিন্দিকে একবার হিব্রু ভাষার সঙ্গে তুলনা করেছিলেন। এরপরেই শুরু হয় যাবতীয় বিতর্ক।
বিতর্কে চিরতরে অবসান ঘটাতে চেয়ে বাঙালি অভিনেত্রী আরও বলেন, “আমার ওই মন্তব্য ছিল মজার ছলে, বিজয়কে অসম্মান করা বা নিচু দেখাতে চাওয়ার উদ্দেশ্যে কখনওই নয়। তাই আমি সবাইকে অনুরোধ করছি, এ ব্যাপারটায় এবার ইতি টানুন। জীবন এবং পেশায় যা যা ভালো হচ্ছে তার দিকে ফোকাস করুন।”
দেখুন অন্য খবর: