কলকাতা: আরজি কর হাসপাতালে (R G Kar Hospital Incident) কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল রাজ্য-রাজনীতি। হাসপাতালের সেমিনার হল থেকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার হয়েছে তরুণী জুনিয়র চিকিৎসকের দেহ। ঘটনার প্রতিবাদে উত্তাল হাসপাতাল চত্বর।
প্রতিবাদে সামিল হয়েছে এনআরএস, এসএসকেএম, কলকাতা মেডিক্যাল কলেজের চিকিৎস পড়ুয়া ও জুনিয়ার ডাক্তাররা। কলকাতা ছাড়িয়ে প্রতিবাদের আঁচ রাজ্যের জেলাগুলিতেও। আন্দোলনকারীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই আরজি কর কাণ্ডে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন: বিচ্ছেদের জল্পনা অতীত, এক মঞ্চে যিশু-নীলাঞ্জনা!
ধিক্কারজনক এই ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন টলিপাড়ার খ্যাতনামা সেলেবরা। কমলেশ্বর মুখোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee), অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee), পরিচালক অনিন্দিতা সর্বাধিকারী, অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র, অনুপম রায়, চিকিৎসক-অভিনেতা কিঞ্জল নন্দ (Kinjal Nanda), সিধু সহ একাধিক বিশিষ্টজনেরা প্রতিবাদে সোচ্চার হয়েছেন। এনার তাঁদের সঙ্গেই আরজি কর কাণ্ডে গর্জে উঠলেন অভিনেত্রী ও প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)।
পুরো ঘটনা নিয়ে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়ে অভিনেত্রী নিজের ভেরিফায়েড এক্স হ্যান্ডেলে ‘আর জি কর মেডিক্যাল কলেজ’ হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, “এমন শাস্তি হওয়া উচিত যাতে পরের বার এই ধরনের জঘন্য অপরাধের কথা ভাবলে শিরদাঁড়া পর্যন্ত কেঁপে ওঠে। কারও মেয়ের মৃত্যু হয়েছে, কারও স্বপ্ন, কারও পরিবারের অপূরণীয় ক্ষতি। এর কোনও ক্ষমা নেই বলেই আমার মত। তোমার সঙ্গে আছি।”
দেখুন বিনোদনের আরও খবর