কলকাতা: টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেত্রী (Actress) মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। ভক্তের সংখ্যা নেহাতই কম নয় তাঁর। একের পর এক ছবি করে দর্শক মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। সম্প্রতি দুবাই ঘুরতে গিয়েছেন তিনি। আর সেখানে গিয়ে দীর্ঘদিনের শখ পূরণ করলেন অভিনেত্রী। তাঁর অনেকদিনের ইচ্ছে ছিল মাঝ আকাশে উড়বেন। আর দুবাই গিয়ে সেটাই করলেন অভিনেত্রী। হ্যাঁ, স্কাইডাইভিংয়ের কথাই বলছি। এটারই শখ ছিল তাঁর। নিজের শখপূরণ করে খুশি মিমি। ড্রিম কামস ট্রু-র সেই মুহূর্তের ছবি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। সেই সঙ্গে ট্রেনারকেও ধন্যবাদ জানালেন অভিনেত্রী।
দুবাইয়ে যে কয়েকটি অ্যাডভেঞ্চার রাইড রয়েছে তার মধ্যে এটা অন্যতম। স্কাই ডাইভিং। একের পর এক এক ছবি থেকে ভিডিও শেয়ার করলেন মিমি। যা দেখে রীতিমত অবাক সকলে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, নিজেকে তৈরি করে প্রথমে প্লেনে উঠলেন অভিনেত্রী। দুবাইয়ের আনাচে কানাচে তখন আলাদাই মুগ্ধকর পরিবেশ। অভিনেত্রী একবিন্দু না পিছিয়ে আনন্দের সঙ্গেই প্লেন থেকে ঝাঁপ দিলেন। সঙ্গে অবশ্যই ট্রেনিং প্রাপ্ত একজন ছিলেন। একা সাহস দেখাননি তিনি। প্রফেশনাল ভাবেই কাজ করেছেন।
আরও পড়ুন: ‘মধুচন্দ্রিমায়’ অভিনেত্রী শ্রীপর্ণা কোথায় যাচ্ছেন?
মিমির শেয়ার করা ছবি দেখে অভিনেত্রী ঐন্দ্রিলা সেন জানতে চাইলেন, কেমন লাগল? এক নেটিজেন মজা করে লিখেছেন, ‘আমিও একদিন করব। তখন আপনার মতো আমিও ছবি দেব’। কেউ আবার জানতে চেয়েছেন ম্যাক্স তাঁর প্রেমিক কিনা। উল্লেখ্য, নিজের নতুন ছবির কারণে তিনি বেশিরভাগ সময় কলকাতায় ছিলেন। কিন্তু, এবার ছুটি পেয়েই উড়ে গিয়েছিলেন বালির দেশে। সেখানে চুটিয়ে আনন্দ করেছেন তিনি। এমনকি সেখানে পৌঁছে নিজের নতুন লুক ক্রিয়েট পর্যন্ত করেছেন তিনি।
দেখুন আরও অন্য খবর: