Placeholder canvas
Homeবিনোদনপ্রথম দশেও জায়গা হল না ভারতীয় সুন্দরী শ্বেতা সারদার

প্রথম দশেও জায়গা হল না ভারতীয় সুন্দরী শ্বেতা সারদার

প্রথম দশেও জায়গা হল না ভারতীয় সুন্দরী শ্বেতা সারদার। ২০২৩ সালের মিস ইউনিভার্স হলেন নিকারা গুয়ার শেইনিস প্যালাসিওস। মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়া বাসিন্দা তিনি। এই প্রথমবার সেখানকার কোনও প্রতিযোগী মিস ইউনিভার্সের খেতাব পেলেন। ৮৪ দেশের প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেন। ভারতের বাজি ছিল চণ্ডীগড়ের কন্যা শ্বেতা সারদা। কিন্তু ১৩তম স্থানে প্রতিযোগিতা শেষ করেন তিনি। প্রথম তিনে নিকারাগুয়ার শেইনিস প্যালাসিওস, থাইল্যান্ডের অ্যান্টোনিয়া পোরসিল্ড ও অস্ট্রেলিয়ার মোরায়া উইলসন জায়গা পান। তবে শেষ হাসি হাসেন শেইনিস।

দেখুন আরও খবর:

Sourav Ganguly | ম্যাচ শুরু হওয়ার ২২ ঘন্টা আগে আমন্ত্রণ পেলেন সৌরভ

RELATED ARTICLES

Most Popular

Recent Comments