মুম্বই: কয়েকদিন আগেই স্বামী রণবীরকে সঙ্গে নিয়ে বেবিমুনে (Babymoon) বিদেশে পাড়ি দিয়েছিলেন অভিনেত্রী দীপিকা পাডুকোন (Deepika Padukone)। গুঞ্জন উঠেছিল, ভারতে নয়, দীপবীরের প্রথম সন্তান ভূমিষ্ঠ হবে বিদেশের মাটিতে। সেইসব রটনাকে বুড়ো আঙুল দেখিয়ে দেশে ফিরলেন তারকা দম্পতি। বেবিমুন থেকে ফিরে মুম্বই বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় মুখে এক গাল হাসি নিয়ে পোজও দিলেন দীপবীর। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও।
View this post on Instagram
আরও পড়ুন: সোনাক্ষী-জাহিরের বিয়েতে শাহরুখ-গৌরীর প্রসঙ্গ টানলেন তসলিমা
প্রসঙ্গত, দীপিকা এখন সাত মাসের অন্তঃসত্ত্বা। ইতিমধ্যেই প্রকাশ্য়ে এসেছে তাঁর বেবি বাম্প। বেবি বাম্প নিয়েই সম্প্রতি ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির প্রচারে গিয়েছিলেন দীপিকা। অভিনেত্রী সত্যিই অন্তঃসত্ত্বা নাকি সারোগেসির সাহায্যে মা হচ্ছেন? ‘লেডি সিংহম’-এর শুটিং থেকে ছবি ফাঁস হওয়ার পরই সেই প্রশ্ন উঠেছিল। তবে পঞ্চম দফার ভোটগ্রহণের দিনই সব কৌতূহল মিটেছে নেটিজেনদের। বেবি বাম্প নিয়েই ফটোশুট করে নিন্দুকদের মুখের উপর জবাব দিয়েছেন দীপিকা।
উল্লেখ্য, বিয়ের প্রায় পাঁচ বছর পর মা হচ্ছেন দীপিকা। চলতি বছরের ফেব্রুয়ারিতেই তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর আসে। ২৯ ফেব্রুয়ারি সেই জল্পনাতে নিজেরাই সিলমোহর দেন রণবীর ও দীপিকা। জানান সেপ্টেম্বরেই আসছে তাঁদের সন্তান।
দেখুন বিনোদনের আরও খবর