কলকাতা: ২০২৩-এর দুর্গাপুজোর সময় একসঙ্গে চারটি ছবি মুক্তি পেয়েছিল। বাঘা যতীন, দশম অবতার, মিতিন মাসির সঙ্গে জোর টক্কর দিয়ে বক্স অফিসের লড়াইয়ে দারুণ সফল হয় নন্দিতা রায় (Nandita Roy) ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee)-এর ছবি ‘রক্তবীজ’ (Raktabeej)। কিছুদিন আগেই জানা গেছে, আগামী ১৮ ফেব্রুয়ারি ছবিটির টেলিভিশন প্রিমিয়ার হবে। এরই মাঝে টলিপাড়ায় শোনা যাচ্ছে নতুন গুঞ্জন। ‘রক্তবীজ’-এর পর এবার পুজোয় নাকি বড় চমক সাজাচ্ছেন নন্দিতা-শিবপ্রসাদ (Nandita-Shiboprosad) জুটি।
সম্প্রতি ‘আমার বস’ ছবির শুটিং শেষ করেছেন পরিচালক জুটি। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, এরই মধ্যে শিবপ্রসাদ এবং নন্দিতা নাকি নতুন ছবির পরিকল্পনা শুরু করেছেন। তার থেকেও বড় খবর, চলতি বছরে পুজোয় সেই ছবি রিলিজ করতে পারেন তাঁরা। টলিপাড়া সূত্রে খবর, আবীর চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, ঋতাভরী চক্রবর্তী-কে সঙ্গে নিয়ে নতুন এক থ্রিলার ছবি বানাবেন শিবু-নন্দিতা। আবার অন্য এক সূত্রের খবর, রক্তবীজ-এর সিক্যুয়াল আনতে পারেন তাঁরা। কলকাতা টিভি অনলাইনের তরফে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, আপাতত ‘আমার বস’ ছবির ডাবিং এর কাজ চলেছে। পরবর্তী খবর ক্রমশ প্রকাশ্য।
আরও পড়ুন: বাঙালির হিয়া নস্টাল করতে আসছেন উত্তমকুমার
প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে রক্তবীজ ২ (Raktabeej 2) আসছে। কয়েকদিন আগে শিবপ্রসাদ মুখোপাধ্যায় রক্তবীজ ছবির সেটের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। সেখানে তাঁকে রক্তবীজ ছবির শেষে দেখানো পুকুর ঘাটের পাশে বসে থাকতে দেখা যায়। ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের পায়ের সামনে বসে আছেন তিনি। ছবি পোস্ট করে লেখেন, ‘স্যার সবাই পার্ট ২ চাইছে।’ আর পরিচালকের এই পোস্ট দেখে অনেকেই অনুমান করছেন ‘রক্তবীজ ২’ হয়তো আসছে।
আরও খবর দেখুন