জনপ্রিয় নন্দী সিস্টার্সের সঙ্গে এবার জুটি বাঁধলেন পরমব্রত চট্টোপাধ্যায়। কিন্তু হঠাৎ কেন? আসলে সেলেব সিস্টার জুটি বিগত কয়েক মাস ধরে একটি সিরিজ শুরু করছেন। যেখানে বলিপাড়ার বিভিন্ন তারকা গাইয়েরা আসেন তাঁদের দুজনের সঙ্গে জুটি বেঁধে গান গাইতে। সেই সিরিজের ১৭ তম পর্বে এসেছিলেন পরমব্রত। তিনজনেই উকুলেলে হাতে গান ধরেছিলেন, অরিজিৎ সিংয়ের গাওয়া ‘তোমাকে ছুঁয়ে দিলাম’, তারপরে শুধুই প্রশংসা। ওই ভিডিও পোস্ট করে নন্দী সিস্টার্স লেখেন, আমরা জানি আপনারা সবাই আবির দাকে দুর্দান্ত ভালো অভিনেতা হিসেবে চেনেন। কিন্তু তিনি যে ভালো গানও গাইতে পারেন সেটা কি জানেন?’
আরও পড়ুন: আয়েশা শর্মাকে স্টক করতেন বরুণ ধাওয়ান
তাঁদের এই সিরিজের ১৬- এর অতিথি হিসাবে হাজির হয়েছিলেন টলিউডের ‘গুড বয়’আবির চট্টোপাধ্যায়। নন্দী সিস্টার্সের সঙ্গে আড্ডার পাশাপাশি গাইলেন গান। এছাড়াও তাঁদের সঙ্গে সঙ্গ দিতে এসেছিলেন গায়িকা ইমনও। নন্দী সিস্টার্সের প্রত্যেকটি পর্বই হয় বিনোদনমূলক। কমেন্ট বক্সে প্রশংসায় পঞ্চমুখ তাঁদের অনুরাগীরা। আর এবার তাঁদেরই অনুরোধ, আবির পরমব্রতর পর যীশু সেনগুপ্তকে সঙ্গতে দেখার।
View this post on Instagram
সম্প্রতি শিবপ্রসাদ-নন্দিতার রক্তবীজে গান গেয়ে বাংলা ছবিতে প্লেব্যাক সিঙ্গার হিসেবে হাতিখড়ি হয়েছে অন্তরা ও অঙ্কিতা নন্দীর। তাঁদের গানের সুর এতো দূর ছড়িয়েছে যে, মুকেশ আম্বানির অ্যান্টিলায় গণেশ পুজোয় পারফরম্যান্সের জন্য ডাক পড়েছিল তঁদের।