কলকাতা: জাতীয় মঞ্চে কে হবেন সেরার সেরা, কার মুকুটে জুড়বে সেরার শিরোপা, সেই নিয়ে বিগত কয়েকদিন ধরেই আলোচনা চলছিল। শুক্রবার ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (70th National Film Awards) ঘোষণা করল কেন্দ্রীয় তথ্য-সম্প্রচারক মন্ত্রক। বলিউড বনাম দক্ষিণের লড়াইয়ে ফের এগিয়ে থাকল দক্ষিণী ইন্ডাস্ট্রি। নয়াদিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে সাংবাদিক সম্মেলন থেকে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হল। সকলকে পিছনে সেরা ছবির পুরস্কার ছিনিয়ে নিল মালায়ালম ছবি আত্তম (Aattam)। ‘কান্তারা’ (Kantara) ছবির জন্য ঋষভ শেট্টি সম্মানিত হলেন সেরা অভিনেতার সম্মানে। গতবার এই পুরস্কার জিতেছিলেন আল্লু অর্জুন, ‘পুষ্পা’ ছবির জন্য।
আরও পড়ুন: এক অঙ্গে সাত রূপ, বড় চমক সোহম-ইধিকার
এবারও জাতীয় পুরস্কারের পাল্লা ভারী রাখল দক্ষিণী ইন্ডাস্ট্রিই। সেরা অভিনেত্রীর পুরস্কারও গেল দক্ষিণের ঝুলিতেই। ‘তিরুচিত্রম্বলাম’ নামক তামিল ছবির জন্য নিত্যা মেনন পেলেন সেরার শিরোপা। সেরা হিন্দি ছবির পুরস্কার পেল ‘গুলমোহর’ (Gulmohar)। সেরা সঙ্গীত পরিচালকের শিরোপা পেলেন এআর রহমান এবং প্রীতম। সেরা সিনেমাটোগ্রাফি এবং সেরা সাউন্ড ডিজাইনের জন্য জাতীয় পুরস্কার পেল ‘পোন্নিয়্যান সেলভান- পার্ট ১’। ‘ব্রহ্মাস্ত্র’ ছবির জন্য সেরা প্লেব্যাক গায়ক হিসেবে জাতীয় পুরস্কার জিতলেন অরিজিৎ সিং (Arijit Singh)।
অন্যদিকে, অনীক দত্তর ‘অপরাজিত’ (Aparajito) সিনেমার জন্য সেরা রূপটান শিল্পীর জাতীয় পুরস্কার পেলেন টলিপাড়ার জনপ্রিয় রূপটান শিল্পী সোমনাথ কুণ্ডু (Somnath Kundu)। সেরা বাংলা ছবির সম্মান গেল কৌশিক গঙ্গোপাধ্যায়ের কাবেরী অন্তর্ধানের ঝুলিতে। পাশাপাশি অনীক দত্তর ‘অপরাজিত’ পেল সেরা প্রোডাকশন ডিজাইনের পুরস্কার।
এক নজরে দেখে নিন জাতীয় পুরস্কারের মঞ্চে কারা হলেন সেরার সেরা:
- সেরা ফিচার ফিল্ম: আত্তম (মালয়ালি)
- সেরা অভিনেতা: ঋষভ শেট্টি (কান্তারা)
- সেরা অভিনেত্রী: নিত্যা মেনন (থিরুচৈত্রম্বলম), মানসী পারেখ (কচ্ছ এক্সপ্রেস)
- সেরা সহ অভিনেতা: পবন রাজ মালহোত্রা (ফৌজা)
- সেরা সহ অভিনেত্রী: নীনা গুপ্তা (উঁচাই)
- সেরা পরিচালক: সুরজ বরজাতিয়া (উঁচাই)
- সেরা সঙ্গীত পরিচালক: প্রীতম (ব্রহ্মাস্ত্র), এ আর রহমান (পোন্নিয়্যান সেলভান)
- সেরা সিনেমাটোগ্রাফ্রি:রবি ভার্মা (পোন্নিয়্যান সেলভান)
- সেরা চিত্রনাট্য: আনন্দ একারশি (আত্তম)
- সেরা প্রোডাকশন ডিজাইন: আনন্দ আঢ্য (অপরাজিত)
- সেরা রূপটান শিল্পী: সোমনাথ কুণ্ডু (অপরাজিত)
- সেরা পোশাকশিল্পী: নিকি জোশি (কচ্ছ এক্সপ্রেস)
- সেরা সংলাপ: অর্পিতা মুখোপাধ্যায়, রাহুল ভি চিত্তেলা (গুলমোহর)
- সেরা প্লেব্যাক গায়ক: অরিজিৎ সিং
- সেরা প্লেব্যাক গায়িকা: বম্বে জয়শ্রী
- স্পেশাল জুরি: মনোজ বাজপেয়ী, সঞ্জয় চৌধুরী
- সেরা বাংলা ছবি: কাবেরী অন্তর্ধান
- সেরা হিন্দি ছবি: গুলমোহর
- সেরা নন ফিচার ফিল্ম: আয়না
- সেরা তথ্যচিত্র: মারমারস অফ জঙ্গল
দেখুন বিনোদনের আরও খবর