আহমেদ খানের ‘হিরোপন্তী ২’-এ ভিলেনের চরিত্রে অভিনয় করবেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। ‘হিরোপন্তী’-র ভিলেন নওয়াজ চরিত্রটির মাধ্যমে তাঁর প্রিয় অভিনেতাকে শ্রদ্ধার্ঘ জানাবেন। সদ্যই এমনটা খোলসা করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি।
নওয়াজের অন্যতম প্রিয় অভিনেতা বিনোদ খান্না। কেরিয়ারের একেবারে শুরু থেকেই বিনোদ খান্নার স্টাইল, হাঁটাচলা নকল করার চেষ্টা চালিয়েছেন নওয়াজ। কেরিয়ারের শুরুতে বিনোদ খান্নার সঙ্গে একটি ধারাবাহিকেও কাজ করেছিলেন তিনি। যদিও সিরিয়ালের নাম এখন আর মনে নেই নওয়াজের! তবে সেই সময়ে বিনোদজির অভিনয়ের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকতেন তিনি, শেখার চেষ্টা করতেন। কিছু কিছু তারকা অভিনয় দিয়ে ভক্তদের আবিষ্ট করার ক্ষমতা রাখেন, বিনোদজি তেমনই ছিলেন।
‘হিরোপন্তী ২’- এ ঠিক কেমন করে প্রিয় অভিনেতাকে শ্রদ্ধার্ঘ জানাবেন, তাও স্পষ্ট করেছেন নওয়াজ। তাঁর মতে, বিনোদ খান্নার একটা একান্ত নিজস্ব হাঁটার স্টাইল ছিল। অদ্ভুত এক পুরুষালী দীপ্তি নিয়ে হাঁটতেন বিনোদ, হাঁটার স্টাইলে মিশে থাকতো নারীসুলভ মাধুর্যও। সেই স্টাইলই ‘হিরোপন্তী ২’-এ নকল করবেন নওয়াজ। তাঁর প্ল্যান পর্দায় ফুটে উঠলে বিনোদ খান্নার ভক্তরা যে খুশিই হবেন তা নিয়ে আশাবাদী নওয়াজউদ্দিন সিদ্দিকি।