বিগত কয়েক মাস ধরে তাদের প্রেমের সম্পর্ককে সামনে রেখে একাধিকবার বিয়ের দিন পাওয়া গেছে। দক্ষিণী সিনেমার সুপারস্টার নয়নতারা এবং ছবি নির্মাতা বিগনেশ শিবান জুটির প্রেম-বিয়ে নিয়ে তাদের ভক্তদের মধ্যে জল্পনা প্রায়ই হয়ে থাকে। এবার সেই জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের তারিখ ঘোষণা করেছিলেন অভিনেত্রী নয়নতারা প্রেমিক বিগনেশ। আজ মঙ্গলবার চেন্নাইয়ের তাজ ক্লাব হাউসে এক সাংবাদিক বৈঠক করে পরিচালক বিগনেশ জানিয়ে দেন যে আগামী ৯ জুন নয়নতারা-বিগনেশ সাত পাকে বাঁধা পড়তে চলেছেন। ঐদিন তামিলনাড়ুর মহাবালিপুরমের একটি রিসোর্টে বসবে বিয়ের আসর। কয়েকদিন আগেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্তালিনের সঙ্গে দেখা করেন নয়নতারা-বিগনেশ। সোশ্যাল মিডিয়ায় ছবি চোখে পড়েছে সকলের। মুখ্যমন্ত্রীকে বিয়ের নিমন্ত্রণ করার জন্যই তাঁরা গিয়েছিলেন।২০১৫ সালে একটি ছবির শুটিং সেটে তাঁরা প্রেমের সম্পর্কে জড়ান। প্রায়ই তাদের একসঙ্গে দেখা যায়। ইতিপূর্বে বহুবার তাদের প্রেম এবং বিয়ে নিয়ে নানান গুঞ্জন শোনা গিয়েছিল। যদিও এর আগে তা নিয়ে দুজনের কেউ মুখ খোলেননি। নয়নতারার আগামী ছবি ‘আনাত্তে’। অন্যদিকে ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ ছবিটি এই মুহূর্তে পরিচালনা করছেন বিগনেশ।
Html code here! Replace this with any non empty text and that's it.