কলকাতা: টলিপাড়ার অন্যতম হ্যাপি কাপল বললে যিশু-নীলাঞ্জনার (Jisshu-Nilanjana) নাম বারবার সমানে আসে। সেই সম্পর্কেই নাকি ধরেছে ফাটল! দূরত্ব বেড়েছে তারকা দম্পতির জীবনে। সোশাল মিডিয়ায় নামের পাশে যেখানে এতদিন জ্বলজ্বল করছিল ‘সেনগুপ্ত’ পদবী, সেটাই মুছে ফেললেন নীলাঞ্জনা।
দিন কয়েক আগেই দক্ষিণ কলকাতার এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী-প্রযোজক নীলাঞ্জনা সেনগুপ্ত। ডিহাইড্রেশনে ভুগেই অসুস্থ হয়ে পড়েছিলেন বলে শোনা গিয়েছিল। হাতে স্যালাইনের চ্যানেল করা ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, “ভেঙে পড়েছি…তবুও সুন্দর।” এবার নতুন এক পোস্টে নীলাঞ্জনা লিখেছেন, ‘‘এই বছরটা জুড়ে থাকল একের পর এক হারানো, একটার পর একটা ক্ষতিতে, একের পর এক যুদ্ধতে। কঠিন সময় জীবনের আসল রং দেখতে পেলাম। দেখলাম, ভেঙে পড়লেও তা সুন্দর থাকা যায়, জানলাম আমায় ভালোবাসার এবং ঘিরে রাখার কত মানুষ আছেন, আমার জীবনের শক্তির স্তম্ভ, হৃৎস্পন্দন হল সারা, জারা, এবং চন্দনা। তোমাদের ভালোবাসি। যাঁরা যোগাযোগ করার চেষ্টা করেছিলেন তাঁদেরকে অসংখ্য ধন্যবাদ। এই কঠিন সময় পেরিয়ে ফিরে আসার জন্য একটু সময় নিচ্ছি।’’
View this post on Instagram
এই পোস্টের সঙ্গেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নীলাঞ্জনার পাশে ‘সেনগুপ্ত’ পদবী সরিয়ে ফেলেছেন তিনি। মুছে ফেলেছেন যিশুর সঙ্গে থাকা একাধিক ছবিও। তারপর থেকেই অনুরাগীমহলে প্রশ্ন উঠেছে কী হল হঠাৎ হাসি-খুশি মানুষ দুটোর মধ্যে! নামের পাশ থেকে পদবী সরিয়ে নেওয়ার পর থেকেই সংসারে ভাঙন ধরার জল্পনাও শুরু হয়েছে।
আরও পড়ুন: আবার একফ্রেমে ববি-প্রীতি? আসছে ‘সোলজার ২’
উল্লেখ্য, রুপোলি পর্দা থেকে দীর্ঘদিন ধরেই দূরে আছেন নীলাঞ্জনা। তবে সম্প্রতি প্রযোজনার সঙ্গে যুক্ত রয়েছেন। যিশু-নীলাঞ্জনা প্রযোজিত ধারাবাহিক ‘হরগৌরী পাইস হোটেল’ চলছে। যা কিনা টিআরপির চার্টে ভালো জায়গা করে নিয়েছে। চলতি বছরের গোড়াতেই দাম্পত্য জীবনের ২০ বছর একসঙ্গে কাটানোর উদযাপনে মেতেছিলেন যিশু-নীলাঞ্জনা। ঠিকই তো ছিল সব, কী হল হঠাৎ? সেটা ভেবেই যিশু-নীলাঞ্জনার অনুরাগীদের এখন মন খারাপ। ডিভোর্সের চর্চা, বিয়ে ভাঙার নানান জল্পনা যেন জল্পনাই থেকে যায়! অভিমান মিটে যায় যেন দু’জনের। ভুল বোঝাবুঝি মিটিয়ে ফের একফ্রেমে যিশু-নীলাঞ্জনাকে দেখার অপেক্ষা করেছে অগণিত অনুরাগী।
দেখুন বিনোদনের আরও খবর