কলকাতা: সিজন ওয়ান থেকেই দর্শকদের পছন্দের তালিকায় একেবারে উপরের দিকেই আছে ‘পঞ্চায়েত’ (Panchayat)। সরল সোজা কাহিনি আর মধ্যে ঠিকরে পড়া কৌতূক। এই রসায়নই বাজিমাত হয়েছে পর পর তিনটে সিজন। তিনটি সিজনের পরে ‘পঞ্চায়েত ৪’ (Panchayat 4)-এর প্রহর গোনা শুরু করেছেন অনুরাগীরা। পঞ্চায়েতের পরের সিজন নিয়ে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে।
ফুলেরার মান-মর্যাদা রক্ষা করতে সচিবজি লড়াই করতে শুরু করেছেন। এদিকে বেজায় গেরোতে পড়েছেন প্রধানজি। শেষ সিজনে মোক্ষম একখানা প্রশ্ন তুলে রেখেছেন পরিচালক। সেই কারণেই যেন চার নম্বর সিজনের জন্য আরও বেশি করে উৎসুক দর্শকরা। দর্শকদের উন্মাদনা বাড়িয়ে এবার ‘পঞ্চায়েত ৪’ নিয়ে এল বড় আপডেট।
আরও পড়ুন: পিছিয়ে গেল ‘পুষ্পা ২’-র মুক্তির দিন
সম্প্রতি এক সাক্ষাৎকারে সিরিজের (Web Series) পরিচালক দীপক কুমার মিশ্র (Deepak Kumar Mishra) দর্শকদের উন্মাদনা বাড়িয়ে জানিয়েছেন, ইতিমধ্যেই নেক্সট সিজনের কয়েকটি পর্ব লেখাও হয়ে গিয়েছে। পাশাপাশি, সিরিজের অন্যতম চরিত্র বিকাশ অর্থাৎ অভিনেতা চন্দন রায় সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জানিয়েছেন, পরবর্তী সিজনের চিত্রনাট্য লেখার কাজ প্রায় শেষের পথে। এটাই হয়তো শেষ এপিসোড লেখা হচ্ছে। খুব তাড়াতাড়ি শুটিং শুরু হবে। ২০২৫-এ আসবে ‘পঞ্চায়েত ৪’ বলেও উল্লেখ করেছেন অভিনেতা।
দেখুন বিনোদনের আরও খবর