লকডাউনের পর ‘থ্রি কোর্স মিল’ ছবির শ্যুটিং শুরু করলেন অভিনেত্রী পাওলি দাম।’থ্রি কোর্স মিল’ একটি অ্যান্থোলজি ছবি। তিনটে গল্পের নাম ‘বেবি ফুড’ , ‘রেড ভেলভেট’ এবং ‘বিরিয়ানি’।শিলাদিত্য মৌলিকের ছবি ‘বেবি ফুড’ , ইন্দ্রাশিস আচার্যের ছবি ‘রেড ভেলভেট’ এবং ‘বিরিয়ানি’-র পরিচালনার দায়িত্বে রয়েছেন অর্জুন দত্ত।পাওলি অভিনীত গল্পটির নাম বিরিয়ানি।এই ছবিতে অভিনয়ের মাধ্যমে পরিচালক অর্জুন দত্তের সঙ্গে প্রথম কাজ করছেন পাওলি।কেরিয়ারে প্রথমবার নিজের বয়সের থেকে পরিণত একটি চরিত্রে অভিনয় করে খুবই উত্তেজিত পাওলি।ছবির গল্পে দেখা যাবে পাওলি অভিনীত চরিত্রটি নিজেকে নিজে শাহাজাদী মনে করে। পরিবারের সকলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেও তাঁর নিজের একটা নিজস্ব কল্পনার জগত ও আছে।ছবিটি নিয়ে অনেকদিন আগেই ।অর্জুনের সঙ্গে কথা হলেও করোনা পরিস্থিতিতে কাজ শুরু হতে দেরি হয়। প্রথমবার অর্জুনের সঙ্গে কাজ করায় অনেক বেশি প্রত্যাশা রয়েছে তাঁর। ছবিতে পাওলির সঙ্গে স্কিন শেয়ার করেছেন কে এন রায়না।সব রকম সুরক্ষাবিধি মেনেই চলছে ছবির শ্যুটিং।