মুম্বই: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, চলতি মাসেই সন্তানের জন্ম দিতে চলেছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও রণবীর সিং (Ranveer Singh)। ২০১৮ সালে বিয়ে করেছিলেন তাঁরা। আর এবার সংসারে আসছে নতুন সদস্য।
আরও পড়ুন: মাতৃত্বকালীন ফোটোশুটে সাহসী দীপিকা, স্ত্রীকে সোহাগে ভরালেন রণবীর
জানা যাচ্ছে, আগামী ২৮ সেপ্টেম্বরই ঘর আলো করে আসছে দীপবীরের সন্তান। কয়েকদিন আগেই মাতৃত্বকালীন ফোটোশুটে সাহসী লুকে ধরা দিয়েছিলেন দীপিকা, স্ত্রীকে সোহাগে ভরিয়েছিলেন রণবীর। এবার তাঁদের দেখা গেল মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে। গুণে গুণে পা ফেলছেন হবু মা, তাঁকে আগলে রেখেছেন স্বামী রণবীর।
সবুজ রঙের শাড়িতে দেখা গেল দীপিকাকে। বেবিবাম্প স্পষ্ট ফুটে উঠেছে শাড়ির নীচ থেকেও। পাশে ক্রিম কালারের পাঞ্জাবিতে দেখা গেল রণবীরকে। চুলে ঝুঁটি বাঁধা, চোখে কালো সানগ্লাস। দীপিকা চুল খোঁপা করে রেখেছিলেন। সাজ ছিল একদম মিনিমাল। স্ত্রীকে আগলে মন্দিরে ঢুকলেন স্বামী রণবীর। মিষ্টি মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে নেটপাড়ায়।
View this post on Instagram
দেখুন বিনোদনের আরও খবর