‘বাহুবলি’ খ্যাত দক্ষিণী তারকা প্রভাস নাকি ওয়েট করছেন বলিউডের অন্যতম চটকদার অভিনেত্রী কৃতি স্যাননের সঙ্গে। ‘কফি উইথ করণ’ শোতে কৃতি কলিং সেগমেন্ট রাউন্ডে অভিনেত্রী ডেকেছিলেন প্রভাস কে। তারপর থেকেই দুজনের বিশেষ বন্ধুত্বের খবর লড়তে থাকে। অনেকেরই ধারণা ‘আদিপুরুষ’ ছবির সেটে দুজনের বন্ধুত্ব যথেষ্ট দৃঢ় হয়েছে। অভিনেতা প্রভাস এমনিতেই খুব লাজুক প্রকৃতির। কিন্তু কৃতির সঙ্গে যথেষ্ট স্বাচ্ছন্দ্যবোধ করেন এই দক্ষিণী অভিনেতা। প্রকাশিত একটি প্রতিবেদনে লেখা হয়েছে প্রভাস –কৃতির একে অপরের প্রতি যথেষ্ট তীব্র অনুভূতি রয়েছে। একটি সূত্রের খবর যে ‘আদিপুরুষ’ ছবির কাজ শেষ করার পরও দুজনের মধ্যে এই ‘বিশেষ বন্ধন’ থেকে গেছে। দুজনেই নিয়মিত পরস্পরকে ফোন করা এবং মেসেজ করা অব্যাহত রেখেছেন। দুজনেই তাঁদের সম্পর্ককে সময়ের সঙ্গে সঙ্গে এগিয়ে নিতে চাইছেন। জানা গেছে দুজনে ডেটিংও করছেন। প্রভাস্কৃতীর সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তরা রুপোলী পর্যায় তাদের দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রভাস সম্পর্কে কৃতি একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে প্রথমে তাঁকে দেখে মনে হয়েছিল যে দক্ষিণী অভিনেতা বেশ কিছুটা লাজুক কিন্তু তার সঙ্গে চ্যাট করার পর প্রভাসকে কৃতির যথেষ্ট খোলামেলা মনে হয়েছিল। ২০২৩ সালের ১২ জানুয়ারি প্রভাস-কৃতির ‘আদিপুরুষ’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।
Html code here! Replace this with any non empty text and that's it.