
অযোধ্যা: কিছুদিন আগেই বিয়ে করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বোন মীরা চোপড়া। বোনের বিয়েতে প্রিয়াঙ্কাকে দেখা যায়নি। কিন্তু বোনের বিয়ের দুদিন পরেই মেয়ে মালতীকে সঙ্গে নিয়ে মুম্বইয়ে এসেছেন প্রিয়াঙ্কা (Priyanka Chopra)। মুম্বই বিমানবন্দরে মেয়েকে কোলে নিয়ে হাসিমুখে পাপারাজ্জিদের ক্যামেরার সামনে পোজও দিতেও দেখা যায় অভিনেত্রীকে। মার্কিন মুলুক থেকে দেশে ফিরে স্বামী নিক ও মেয়ে মালতিকে নিয়ে রামলালার দর্শনে অযোধ্যায় (Ayodhya) গেলেন প্রিয়াঙ্কা। শাড়ি পরে মেয়েকে কোলে নিয়ে অযোধ্যার মাটিতে পা রাখেন প্রিয়াঙ্কা। নিকের পরনে ছিল ফ্লোরাল প্রিন্টের কুর্তা। ছোট্ট মালতীর পরনেও ছিল ফ্লোরাল কাজ করা পোশাক।
#WATCH | Actor Priyanka Chopra Jonas arrives in Ayodhya, Uttar Pradesh.
Her husband and singer Nick Jonas, and their daughter Maltie Marie Jonas are also with her. pic.twitter.com/cZLOxFnypE
— ANI (@ANI) March 20, 2024
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ২৫)
১০ দিন তিনি ভারতে থাকবেন প্রিয়াঙ্কা। হাতে বেশ কিছু প্রোজেক্ট রয়েছে। জানা যাচ্ছে, নতুন সিনেমা কোনও সিনেমার কাজে নয় বরং কিছু বিজ্ঞাপনী ব্র্যান্ডের কাজে এসেছেন অভিনেত্রী। সূত্রের খবর, কাজের ফাঁকে বেশ কয়েকজন পরিচালকের সঙ্গেও দেখা করবে প্রিয়াঙ্কা, দেখা করবেন সঞ্জয়লীলা বনশালির সঙ্গেও।
আরও পড়ুন: ‘মির্জাপুর ৩’ থেকে ‘ফ্যামিলি ম্যান ৩’, আসছে বহু প্রতীক্ষিত ৬ সিরিজ
উল্লেখ্য, ২০১৮ সালের ডিসেম্বর মাসে পপ তারকা নিক জোনাসের সঙ্গে চারহাত এক হয় প্রিয়াঙ্কা চোপড়ার। ২০২২ সালের জানুয়ারি মাসে সারোগেসির মাধ্যমে জন্ম হয় প্রিয়াঙ্কা-নিক কন্যা মালতীর। এখন প্রিয়াঙ্কার বেশিরভাগ সময়টাই কাটে মার্কিন মুলুকেই। সেখানেই নানা বিজ্ঞাপনের কাজ, হলি ছবিতে কাজ করেন। শেষবার অভিনেত্রীকে কিয়ানু রিভসের ‘দ্য ম্যাট্রিক্স রেসারেকশন’ ছবিতে দেখা গিয়েছিল।
আরও খবর দেখুন