কলকাতা: শুটিং ফ্লোরে আচমকাই চোট পেলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। গলার অনেকটা কেটে গিয়েছে অভিনেত্রীর। কিন্তু কী ভাবে এমন আঘাত পেলেন অভিনেত্রী? জানা যাচ্ছে, অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়েই চোট পেয়েছেন অভিনেত্রী। একটি স্টান্ট করতে গিয়েই আঘাত লেগেছে অভিনেত্রীর। তবে আপাতত সুস্থ আছেন তিনি।
এই মুহূর্তে স্বামী নিকের সঙ্গে অষ্ট্রেলিয়ায় রয়েছেন প্রিয়াঙ্কা, সঙ্গে রয়েছে মেয়ে মালতী। সেখানেই অভনেত্রী তাঁর পরবর্তী ছবি ‘দ্য ব্লাফ’ (The Bluff)-এর শুটিং-এ ব্যস্ত। মহিলা দস্যুদের গল্প নিয়ে তৈরি এই ছবি। এখানে দস্যুর চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। জানা যাচ্ছে, ভরপুর অ্যাকশনে ভর্তি এই ছবি। সম্প্রতি এমনই এক দৃশ্যের শুটিংয়ের সময় রক্তাক্ত হন অভিনেত্রী। নিজের গলায় কাটা দাগের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
আরও পড়ুন: আবেগী গানে নাট্যমঞ্চে প্রশ্ন থাকল ‘আমি কে’!
কয়েকমাস আগে ফ্রান্সে হেডস অফ স্টেটস (Heads of State) সিরিজের শুটিং ফ্লোর থেকে অ্য়াকশন দৃশ্যের শুটিংয়ে প্রিয়াঙ্কার বেশ কিছু রক্তাক্ত ছবি ভাইরাল হয়েছিল। জানা গিয়েছিল, অ্য়াকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে আঘাত লেগেছে অভিনেত্রীর। যদিও অন্য এক সূত্রে খবর পাওয়া গেসলো, ছবির জন্যই রক্তাক্ত মেকআপ করতে হয়েছে অভিনেত্রীকে।
উল্লেখ্য, ২০১৮ সালের ডিসেম্বর মাসে পপ তারকা নিক জোনাসের সঙ্গে চারহাত এক হয় প্রিয়াঙ্কা চোপড়ার। ২০২২ সালের জানুয়ারি মাসে সারোগেসির মাধ্যমে জন্ম হয় প্রিয়াঙ্কা-নিক কন্যা মালতীর। এখন প্রিয়াঙ্কার বেশিরভাগ সময়টাই কাটে মার্কিন মুলুকেই। ‘কোয়ান্টিকো’-র পর থেকে হলিউডে মন দিয়েছেন প্রিয়াঙ্কা। শেষবার অভিনেত্রীকে কিয়ানু রিভসের ‘দ্য ম্যাট্রিক্স রেসারেকশন’ ছবিতে দেখা গিয়েছিল।
দেখুন বিনোদনের আরও খবর