skip to content
Thursday, January 23, 2025
Homeবিনোদনইন্ড্রাস্ট্রির বড় ক্ষতি, গর্জে উঠলেন তথাগত, রাহুলের পাশে রাজ, রাতুল, বুম্বা দা
Rahool Mukherjee

ইন্ড্রাস্ট্রির বড় ক্ষতি, গর্জে উঠলেন তথাগত, রাহুলের পাশে রাজ, রাতুল, বুম্বা দা

রাহুল মুখোপাধ্যায়কে কাজ করতে নিঃশর্ত অনুমতি দেওয়া হোক- আবেদন কমলেশ্বর মুখোপাধ্যায়ের

Follow Us :

অর্ক্য চট্টোপাধ্যায়, কলকাতা: টলিপাড়ার পরিচালকদের সংগঠন ‘ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়া’-র তরফে থেকে কয়েকদিন আগে টলিপাড়ার জনপ্রিয় পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে আগামী তিন মাস বরখাস্ত করা হয়েছে। তিনি নাকি সংগঠনের নিয়ম ভেঙে বাংলাদেশে গিয়ে ওই দেশের জনপ্রিয় এক ওটিটি প্ল্যাটফর্মের জন্য একটি ছবির শুটিং করেছেন। ফেডারেশনের এই ঘোষণার পরেই রাহুল মুখোপাধ্যায়ের পুজো রিলিজের কী হবে সেই নিয়ে শুরু হয় আলোচনা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) এবং অনির্বাণ ভট্টাচার্য্যর (Anirban Bhattacharya) পুজো রিলিজের পরিচালক ছিলেন তিনি। তবে কি থেমে যাবে ছবির কাজ? প্রশ্ন উঠে। সমাধান সূত্র দেয় প্রযোজনা সংস্থা এসভিএফ (SVF)।

একটি বিজ্ঞপ্তি জারি করে এসভিএফ জানিয়েছে, ছবির পরিচালনার দায়িত্ব দেওয়া হল সৌমিক হালদার (Soumik Haldar)-কে। আর ছবির ক্রিয়েটিভ প্রোডিউসারের দায়িত্ব সামলাবেন রাহুল মুখোপাধ্যায়। এখানেও বাধ সাধছে ফেডারেশন। কেন এই বাধা? ফেডারেশনের সত্যিই কি অধিকার আছে একজন পরিচালককে এইভাবে কর্মবিরতিতে পাঠানোর? একজন শিল্পীর স্বপ্ন ভঙ্গের দায় কে নেবে? এইসব প্রশ্ন তুলেই ফেডারেশনকে তীব্র দোষারোপ করে রাহুলের পাশে দাঁড়ালেন টলিপাড়ার একঝাঁক তারকা।

রাহুল মুখোপাধ্যায়ের (Rahool Mukherjee) কর্মবিরতি প্রসঙ্গে ফেডারেশনের সিদ্ধান্তকে তীব্র কটাক্ষ করে পরিচালক তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee) কলকাতা টিভি ডিজিটালকে জানিয়েছেন, গিল্ডের বিভিন্ন নিয়মের জন্য যেভাবে বোম্বের কাজ এখানে সেভাবে এখন আর হয় না, বাইরে থেকে প্রযোজকরা আসে না, ঠিক সেভাবেই যদি শিল্পীকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া না হলে ইন্ডাস্ট্রির জন্য বড় ক্ষতি হতে চলেছে। রাহুলের সঙ্গে যেটা ঘটেছে, সেইভাবে যদি একজন শিল্পীকে আটকানো হয় তাহলে সেটা ইন্ডাস্ট্রির বীরত্বের কথা নয়। একজন পরিচালক যদি বোম্বেতে গিয়ে বা বিদেশে গিয়ে ছবি বানাতে চায়, তাহলে তার সেই স্বাধীনতা থাকা উচিত, সেখানে গিল্ডের বাধা থাকা উচিত নয় বলেই দাবি তথাগতর।

পাশাপাশি আমরা এই বিষয়ে কথা বলেছিলাম পরিচালক রাতুল মুখোপাধ্যায়ের (Ratool Mukherjee) সঙ্গেও। তাঁর প্রথম ছবি ‘ইকির মিকিরে’ স্ক্রিন প্লের দায়িত্ব সামলেছিলেন রাহুল মুখোপাধ্যায়। সেই স্মৃতি মনে করেই রাতুল বলেছেন, রাহুল ভীষণ ভালো ছেলে। ও যেভাবে আমাকে ‘ইকির মিকিরে’ সাহায্য করেছিল সেটার কোনও তুলনা হয়না। ওর প্রতি আমার ব্যক্তিগত একটা সফ্ট কর্নার আছে। ওর সঙ্গে যে ঘটনা ঘটেছে তার জন্য আমি ভীষণ ভাবে দুঃখিত। খুব খারাপ লাগছে। আমি নিজে একজন পরিচালক হিসেবে একটা ছবি আটকে যাওয়ার কষ্টটা আমি বুঝতে পারছি। একটা ছবি শুরু করা আর সেটাকে একদম ফ্লোর পর্যন্ত নিয়ে যাওয়ার মধ্যে একজন পরিচালকের যে কতটা স্ট্রাগল থাকে সেটা আমি বুঝি। একজন পরিচালক হিসেবে রাহুল যে ধাক্কাটা খেল সেটা ভীষণ কষ্টকর। ও যদি কোনও ভুল করে থাকেই সেটা ওর সঙ্গে আলোচনা করে খুব সহজেই মিটিয়ে নেওয়া যেত বলেও উল্লেখ করেছেন রাতুল।

অন্যদিকে, বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakrabarty)। এক সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ বিষয়টিকে ‘ক্ষমতার অপব্যবহার’ বলেন। তাঁর বক্তব্য, সৃষ্টিশীল কাজ ও পরিচালকের স্বাধীনতায় হস্তক্ষেপ করার অধিকার কারও নেই। তিনি নিজের ইচ্ছেতেই কাজ করবেন। তাতে বার বার কেন বাধার সৃষ্টি করা হবে? রাহুলের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন রাজ। পাশাপাশি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই সমস্যার দ্রুত সমাধান চেয়েছেন। প্রযোজকের পাশেই থাকবেন বলে জনিয়েছেন অভিনেতা।

রাহুল মুখোপাধ্যায়কে কাজ করতে নিঃশর্ত অনুমতি দেওয়ার আবেদন জানিয়েছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া পোস্টে পরিচালক বলেছেন, “বাংলা চলচ্চিত্রের আঙিনায় রাহুল আমার অনুজপ্রতিম। নতুন ছবি তৈরি করার ক্ষেত্রে প্রথমে ছবির পরিচালক হিসেবে এবং পরে ছবির সৃজনশীল পরিচালক হিসেবে কাজ করার ক্ষেত্রে আগামী তিন মাসের জন্যে তাঁর ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন চলচ্চিত্র ফেডারেশন। তার কারণ তিনি ফেডারেশনের অনুমতি না নিয়ে বাংলাদেশে কোনও কাজ পরিচালনা করেছেন। এ বিষয়ে রাহুল পরবর্তীতে লিখিতভাবে মার্জনা চাইলেও চলচ্চিত্রে ফেডারেশন শাস্তি দিয়েছেন রাহুলকে। আমি ফেডারেশনের তরফে রাহুলের বিরুদ্ধে এহেন পদক্ষেপের বিরুদ্ধমত প্রকাশ করি। তাঁকে তাঁর কাজ করতে নিঃশর্ত অনুমতি দেওয়া হোক।”

আরও পড়ুন: KIFF-এর নতুন চেয়ারপার্সন গৌতম! গুরুত্বপূর্ণ ভূমিকায় বুম্বা দা?

সব মিলিয়ে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের কর্মবিরতি নিয়ে ব্যাপক শোরগোল শুরু হয়েছে টলিপাড়ায়। অনেকেই রাহুলকে অবিলম্বে পরিচালক হিসেবে কাজ করতে দেওয়ার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে। এমতাবস্থায়, আগামী ২৫ জুলাই ফেডারেশনের সদস্য, এসভিএফের কর্ণধার ও রাহুলকে নিয়ে আলোচনায় বসতে চলেছে ‘ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়া’, এমনটাই সূত্রের খবর। এবার এখন দেখার সেই বৈঠকের পর কী সিদ্ধান্ত হয়।

দেখুন বিনোদনের আরও খবর

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Mamata Banerjee | John Barla | মঞ্চে মমতার সঙ্গে কী কথা হল বার্লার? দেখুন এই ভিডিও
00:00
Video thumbnail
Rahul Gandhi | নেতাজিকে নিয়ে রাহুলের পোস্টে চরম বিতর্ক, নিন্দায় সরব সুকান্ত
00:00
Video thumbnail
John Barla | TMC | জন বার্লা কি তৃণমূলে যোগ দিচ্ছেন? তুঙ্গে রাজনৈতিক জল্পনা
00:00
Video thumbnail
Mamata Banerjee | John Barla | আলিপুরদুয়ারে প্রশাসনিক সভায় মমতা-বার্লা সাক্ষাৎ, তাহলে কি...
00:00
Video thumbnail
Mamata Banerjee | নেতাজি জয়ন্তীতে আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রী, কী বললেন দেখুন LIVE
00:00
Video thumbnail
Maha Kumbh Mela 2025 | নিরাপত্তার ঘেরাটোপে মহাকুম্ভ, কেন দেখে নিন বড় খবর
28:00
Video thumbnail
Rahul Gandhi | নেতাজিকে নিয়ে রাহুলের পোস্টে চরম বিতর্ক, নিন্দায় সরব সুকান্ত
02:49
Video thumbnail
PODCAST | খবর শুনুন: কুয়াশার চাদরে আচ্ছন্ন কলকাতা সহ রাজ্য, হবে কি তাপমাত্রার হেরফের!
01:57
Video thumbnail
PODCAST | খবর শুনুন: পিএসজির কাছে হার সিটির, বড় জয় রিয়ালের
02:07
Video thumbnail
PODCAST | খবর শুনুন: শিবাজির স্ত্রীর রূপে প্রথম লুকেই নজরকাড়া রশ্মিকা
01:38