কলকাতা: রামমন্দিরের উদ্বোধন (Ayodhya Ram Temple) ও রামলালার প্রাণপ্রতিষ্ঠার মুহূর্তের সাক্ষী থাকতে সাধারণ মানুষ যাঁরা অযোধ্যায় যেতে চাইছেন কিন্তু টিকিট বা হোটেল কিচ্ছু পাচ্ছেন না, তাঁদের জন্য দারুণ সুযোগ নিয়ে এল পিভিআর আইনক্স (PVR INOX)। দেশের প্রথম সারির মাল্টিপ্লেক্স সংস্থা (Multiplex) পিভিআর আইনক্স লিমিটেডের তরফে আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠার দিন বেলা ১১টা থেকে দুপুর ৩টে অবধি এই মাল্টিপ্লেক্সে দেখা যাবে উদ্বোধনী অনুষ্ঠান।
পিভিআর আইনক্সের অ্যাপ, ওয়েবসাইট কিংবা অন্যান্য বুকিং প্ল্যাটফর্মেও পাওয়া যাবে লাইভ অনুষ্ঠান দেখার টিকিট। দাম মাত্র ১০০ টাকা। পাশাপাশি সংস্থার তরফে থাকছে ফ্রি খাবারও। ১০০ টাকার টিকিটেই পপকর্ন কিংবা কম্বো খাবার পাওয়া যাবে। সংস্থার সূত্রে খবর, গোটা দেশের ৭০টি শহরে পিভিআর আইনক্সের মোট ১৬০টি প্রেক্ষাগৃহে দেখা যাবে রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান।
আরও পড়ুন: ভূস্বর্গে এবার সৃজিতের ফেলুদা!
আগামী ২২ জানুয়ারি হবে অযোধ্যায় রামমন্দির উদ্বোধন। গর্ভগৃহে প্রতিষ্ঠা করা হবে রামলালার বিগ্রহ। উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে রামভক্ত এবং বিজেপি শিবিরে উন্মাদনার শেষ নেই। উদ্বোধনের দিন দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ দেশ বিদেশের বহু বিশিষ্টজন।
প্রসঙ্গত, রামমন্দির উদ্বোধনের (Ram Mandir Inauguration) দিন আমন্ত্রিত একঝাঁক তারকা। শিল্পপতি থেকে ক্রিকেট ও বিনোদন দুনিয়ার অসংখ্য তারকা রয়েছেন তালিকায়। বলিউডের (Bollywood) প্রথম সারির তারকাদের মধ্যে অমিতাভ বচ্চন, অনুপম খের, আলিয়া ভাট, রণবীর কাপুর, অক্ষয় কুমার, মাধুরী দীক্ষিত-সহ দক্ষিণী তারকা যশ, প্রভাস-ও আমন্ত্রিতের তালিকায় আছেন।
আরও খবর দেখুন