skip to content
Wednesday, January 15, 2025
Homeবিনোদন'Miss Universe 2022' R Bonney Gabriel: মিস ইউনিভার্স হলেন গ্যাব্রিয়েল

‘Miss Universe 2022’ R Bonney Gabriel: মিস ইউনিভার্স হলেন গ্যাব্রিয়েল

Follow Us :

৮৫ জন প্রতিযোগীর মধ্যে ‘মিস ইউনিভার্স ২০২২’ (Miss Universe 2022 ) এর খেতাব খেতাব জিতলেন (Winner )  যুক্তরাষ্ট্রের মডেল আর’বনি গ্যাব্রিয়েল ( USA Model R Bonney Gabriel )। গতকাল অর্থাৎ শনিবার যুক্তরাষ্ট্রের লুই জিয়ানা রাজ্যের একটি কনভেনশন সেন্টারে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। ৭১ তম এই প্রতিযোগিতায় গাব্রিয়ালকে মুকুট পরিয়ে দেন গতবারের মিস ইউনিভার্স বিজয়ী ভারতীয় মডেল-অভিনেত্রী হরনাজ সান্ধু।হরনাজ সিন্ধুর হাত ধরেই ‘মিস ইউনিভার্স’ এর মঞ্চে ভারতের ২১ বছরের খরা কেটেছিল। সুস্মিতা সেন,লালা দত্তের পর তৃতীয় ভারতীয় হিসেবে খেতাব জিতে ছিলেন হারনাজ। ২১ বছরের এই সুন্দরী চন্ডিগড়ের মডেল ছিলেন। দীর্ঘদিন ধরে গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যুক্ত ছিলেন হারনাজ। তার ঝুলিতে ছিল একাধিক সৌন্দর্য প্রতিযোগিতার খেতাব। ‘মিস ইউনিভার্স ২০২১’ খেতাব জিতে হারনাজের স্বপ্ন পূরণ হয়েছিল।