skip to content
Saturday, March 22, 2025
Homeবিনোদনকোন ভুলে, কোন শর্তে শাস্তি? জানতে চান রাহুল
Rahool Mukherjee

কোন ভুলে, কোন শর্তে শাস্তি? জানতে চান রাহুল

আমার রুটি-রুজি বন্ধের অধিকার কারোর নেই, মন্তব্য রাহুলের

Follow Us :

অর্ক্য চট্টোপাধ্যায়, কলকাতা: টলিপাড়ার পরিচালকদের সংগঠন ‘ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়া’ (FCTWEI)-র তরফে কয়েকদিন আগে টলিপাড়ার জনপ্রিয় পরিচালক রাহুল মুখোপাধ্যায় (Rahool Mukherjee)-কে আগামী তিন মাস বরখাস্ত করার ঘটনায় এই মুহূর্তে উত্তাল টালিপাড়া। প্রতিবাদে সোচ্চার হয়েছেন টলিপাড়ার অন্যান্য বিশিষ্ট পরিচালক থেকে অভিনেতা-অভিনেত্রীরা। বিশেষ সূত্রে মারফত খবর, রাহুলের সমর্থনে জোট বাঁধছেন টলিপাড়ার পরিচালকেরা। ডাকা হয়েছে ডিরেক্টর্স গিল্ডের তরফে একটি বৈঠক। সেখানে পরিচালকেরা রাহুলকে সমর্থন করবেন বলেই জানা যাচ্ছে।

রাহুল মুখোপাধ্যায়কে অবিলম্বে পরিচালক হিসেবে কাজ করতে দেওয়ার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, অঞ্জন দত্ত সহ টলিপাড়ার একাধিক বিশিষ্টজন। এমতাবস্থায়, আগামী ২৫ জুলাই, বৃহস্পতিবার বিকালে ডিএইআই (ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া) একটি বৈঠকে বসছে। সেখানে টলিপাড়ার একাধিক পরিচালক উপস্থিত থাকবেন। সেখানেই রাহুল বনাম ফেডারেশনের প্রসঙ্গে আলোচনা হবে। সংগঠনের তরফে রাহুলকেও ওই বৈঠকে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন: ফেডারেশনের নির্দেশ নিয়ে সরব কুণাল ঘোষ

রাহুল বনাম ফেডারেশন দ্বন্দ্ব প্রসঙ্গে আমরা সরাসরি যোগাযোগ করেছিলাম পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে। এই কঠিন সময়ে যাঁরা তাঁর পাশে দাঁড়িয়েছেন, প্রতি মুহূর্তে ভরসা জোগাচ্ছেন তাঁদের ধন্যবাদ জানিয়ে একান্ত কথোপথনে পরিচালক বলেছেন, “আমাকে ডিরেক্টর হিসেবে সাসপেন্ড করা হয়েছে। আমার ভুল কী, আমি জানি না। সেটা নিয়ে পরবর্তী আলোচনাও হবে। আগামীকাল আমাকে বৈঠকে ডাকা হয়েছে, আমি যাবো। কিন্তু আমি জানতে চাই কোন ভুলে, কোন শর্তে আমার শাস্তি ঘোষণা করা হল? ফেডারেশন যদি আমার দোষের যুক্তি সঙ্গত কারণ দেখাতে পারে তবেই আমি সাসপেনশন মানবো। যদি ফেডারেশন আমাকে ডিরেক্টর হিসেবে কর্মবিরতির ক্ষেত্রে পোক্ত কোনও যুক্তি দেখতে পারে তবে ক্রিয়েটিভ প্রোডিউসার হিসেবে কাজ করতে বাধা কোথায়? সেটা থেকে আমাকে ফেডারেশন কীভাবে আটকাবেন, ফেডারেশনের কোন আইনে লেখা আছে সেকথা।” বিদেশি কোম্পানির কাজ করতে তিনি শুটিংয়ে গিয়েছেন। সেটার জন্য ফেডারেশনের কাছে তিনি কেন জবাবদিহি করবেন? ফেডারেশনের কাছে জবাব চেয়েছেন রাহুল মুখোপাধ্যায়।

তিন মাস সাসপেনশনের প্রসঙ্গেও প্রশ্ন তুলেছেন পরিচালক। তাঁর দাবি, ফেডারেশনের নিয়মাবলীর কোন শর্তে আমাকে সাসপেন্ড করা হয়েছে জানাতে হবে। কোথায় লেখা আছে যে, এইসব ভুল গুলো করলে একজন পরিচালক হিসাবে আমাকে সাসপেন্ড হতে হবে? আমি আলু-পটলের দোকান চালাই না। আমার এক্সট্রা কোনও রোজগার নেই। সিনেমা বানিয়েই আমার রোজগার হয়, কোন অপরাধে আমার রুটি-রুজি বন্ধের চেষ্টা চলছে? প্রশ্ন তুলেছেন রাহুল। আগামীকালের বৈঠকের পর যদি সাসপেনশন না ওঠে, তবে কি ফেডারেশন থেকে পদত্যাগ করবেন রাহুল? এই প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন। “সেটা ওখানে উপস্থিত বাকি পরিচালকদের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। আমি একা এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেবো না। রাজ্ দা আছে, কৌশিক দা আছে, সৃজিত দা আছে, তাঁদের সবার সার্বিক সিদ্ধান্ত মাথা পেতে নেবো।” কিন্তু তাঁর অপরাধ কী সেটা ফেডারেশনকে যুক্তি দিয়ে বলতে হবে, জানিয়েছেন রাহুল।

উল্লেখ্য, টলিপাড়া সূত্রে জানা যাচ্ছে, বৃহস্পতিবারের বৈঠকে মূলত রাহুলের উপর থেকে নিষেধাজ্ঞা তোলার পক্ষেই আলোচনা হবে। বিশেষ সূত্রে মারফত খবর, রাহুলের উপর থেকে নিষেধাজ্ঞা না তোলা হলে, প্রয়োজনে পরিচালকদের একাংশ অ্যাসোসিয়েশন থেকে পদত্যাগের সিদ্ধান্তও নিতে পারে। এমনকী ডিরেক্টর্স গিল্ডও ভেঙে দেওয়া হতে পারে বলেই খবর। এবার এখন দেখার আগামীকালের বৈঠকের পর কী সিদ্ধান্ত হয়।

দেখুন বিনোদনের আরও খবর

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
IPL | Eden Gardens | ইডেন ম‍্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কী হবে? রাত ক’টা পর্যন্ত খেলা চালানো সম্ভব?
00:00
Video thumbnail
Rainfall Alert | Kalbaisakhi | ধেয়ে আসছে কালবৈশাখী, বিকেলের পরেই তাণ্ডব! আজ কোথায়-কোথায় বৃষ্টি?
00:00
Video thumbnail
IPL | বরুণ বনাম বরুণ, আইপিএলের প্রথম ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে, কিং খান ছাড়াও থাকবেন আর কে কে?
00:00
Video thumbnail
Visva-Bharati University | Tourist | রবীন্দ্র ভবন ছাড়া আশ্রম প্রাঙ্গনে ঢুকতে পারবেন না পর্যটকরা
04:20
Video thumbnail
Howrah | Water scarcity | হাওড়ার বেলগাছিয়ায় ডাম্পিং গ্রাউন্ড এলাকায় জলের সমস্যা অব্যাহত
04:38
Video thumbnail
Top News | ইডেনে আইপিএলের প্রথম ম্যাচ ঘিরে উন্মাদনা
46:21
Video thumbnail
KTV mini | পানমশলা কতটা ক্ষতিকর? জানলে শিউরে উঠবেন
05:01
Video thumbnail
Rainfall Alert | Kalbaisakhi | ধেয়ে আসছে কালবৈশাখী, বিকেলের পরেই তাণ্ডব! আজ কোথায়-কোথায় বৃষ্টি?
06:11
Video thumbnail
IPL | Eden Gardens | ইডেন ম‍্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কী হবে? রাত ক’টা পর্যন্ত খেলা চালানো সম্ভব?
02:08
Video thumbnail
নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে ইডেন গার্ডেন্স, আইপিএল টিকিটের কালোবাজারি রুখতে কী কী পদক্ষেপ?
03:03