কলকাতা: টলিপাড়ায় সুখবর, বাবা-মা হলেন টলি দম্পতি রাহুল মজুমদার (Rahul Mazumder)-প্রীতি বিশ্বাস (Prity Biswas)। বুধবার সোশ্যাল মিডিয়ায় সুখবর দিলেন ‘হরগৌরি পাইস হোটেল’ ধারাবাহিক খ্যাত অভিনেতা রাহুল ৷ ফুটফুটে এক কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন টলি-দম্পতি।
জানা যাচ্ছে, দুপুর তিনটে নাগাদ প্রীতির কোল আলো করে এসেছে মিষ্টি এক কন্যা সন্তান। মা ও কন্যা দুজনেই এখন ভালো রয়েছে। স্বাভাবিক ভাবেই নতুন সদস্যের আগমনে খুশির হাওয়া তারকা দম্পতির জীবনে। তাঁদের শুভেচ্ছায় ভরিয়েছেন অগণিত অনুরাগী সহ টলিপাড়ায় তাঁদের সহকর্মীরা।
আরও পড়ুন: নতুন রহস্য নিয়ে ফিরছেন ইন্সপেক্টর নলিনীকান্ত
উল্লেখ্য, ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েন রাহুল ও প্রীতি। বুধবার জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তাঁরা। রাহুল বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা। দিনকয়েক আগেই শেষ করেছেন ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকের কাজ। প্রীতিও বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। ‘বালিঝড়’ ছিল তাঁর শেষ ধারাবাহিক। মাতৃত্বকালীন সময়ে নতুন কোনও কাজ শুরু করেননি অভিনেত্রী। আপাতত কন্যা সন্তানকে নিয়েই সময় কাটাবেন। একরত্তি একটু বড় হয়ে গেলে ফের শুটিং ফ্লোরে ফিরবেন প্রীতি।
দেখুন বিনোদনের আরও খবর