বলিউডের পাশাপাশি একের পর এক টলিউডের ছবি ঘিরে উঠছে বয়কটের ডাক। সাম্প্রতিককালে রাজ চক্রবর্তী পরিচালিত ছবি ‘ধর্মযুদ্ধ’ দিয়ে শুরু হয়েছিল এই বয়কট ট্রেন্ড। সোশ্যাল মিডিয়ায় এর বিরুদ্ধে সরব হয়েছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। তার মধ্যেই তিনি পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়কদের ‘ধর্মযুদ্ধ’ ছবিটি দেখার নিমন্ত্রণ জানিয়েছেন। সূত্রের খবর যারা এই ছবি বয়কটের ডাক দিয়েছেন তাদেরকেও পরিচালক তা দেখার জন্য আবেদন জানিয়েছেন। এ ব্যাপারে পরিচালক বিজেপির আইটি সেলের দিকে অভিযোগের আঙুল উঠিয়েছেন। এ প্রসঙ্গে রাজ নিজে জানিয়েছেন যে, ‘বিজেপির আইটি সেল এই ট্রেন্ড তৈরি করার চেষ্টা করছে। সবকিছুর মধ্যে রাজনীতি ঢুকিয়ে দেওয়াটা ঠিক নয়। আসলে বিজেপি আইটি সেলে প্রতি পোস্টে ওরা পয়সা পায়। এরা ছবি দেখেনা গান শুনে না। কোন কিছুতেই আগ্রহী নয়। এদেরকে যত কম গুরুত্ব দেওয়া যায় ততই ভালো’।
Html code here! Replace this with any non empty text and that's it.