কলকাতা: সুযোগ পেলেই ব্যাগপত্তর গুছিয়ে বেরিয়ে পড়েন টলি পাড়ার তারকা জুটি রাজ-শুভশ্রী (Raj-Subhashree)। এবারও লোকসভা ভোট মিটতেই তাঁরা পৌঁছে গেলেন ফুকেতে (Phuket)। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল তাঁদের একের পর এক ভেকেশন মুডের ছবি। সপরিবারে ফুকেতে ভেকেশন মুডে দেখা গেল তাঁদের।
ভোটের সময়ে চুটিয়ে দলীয় কর্মসূচীতে অংশ নিয়েছেন টলি পরিচালক ও তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী (Raj Chakrabarty)। ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের হয়ে ঢালাও প্রচার করতে দেখা গিয়েছে তারকা বিধায়ককে। এবার ভোটের ফলপ্রকাশ হতেই খানিক বিরতি নিলেন টলি পরিচালক। স্ত্রী শুভশ্রীকে নিয়ে ছুটি কাটাতে গেছেন পরিচালক।
আরও পড়ুন: গায়েব হয়ে গেল ক্যাটরিনার ‘বেবি বাম্প’!
হলি ডে মুডে কালো ব্রালেট বিকিনি পিসে নজর কাড়লেন রাজ ঘরণী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। রাজকে দেখা গেল শার্টলেস অবতারে। তাঁদের মাঝে নজর কাড়ল খুদে ইউভানও। তবে রাজ-শুভশ্রীর কোনও ছবিতেই দেখা গেল না একরত্তি ইয়ালিনীকে।
View this post on Instagram
দেখুন বিনোদনের আরও খবর